পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / snippets

ড্রেনের নির্মীয়মান পাঁচিল চাপা পড়ে গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির দুই পড়ুয়া

Pandua Construction Fall Incident
নির্মীয়মান পাঁচিল ভেঙে আহত দুই কিশোর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 4:32 PM IST

পাণ্ডুয়া, 1 অগস্ট: বৃষ্টিতে নির্মীয়মান পাঁচিল ভেঙে আহত দুই কিশোর ৷ ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার বোসপাড়ায় হঠাৎ কলোনিতে ৷ তারা ষষ্ঠ শ্রেণির ছাত্র ৷ বুধবার বৃষ্টির জন্য স্কুলে না গিয়ে বাড়ির পাশে ডিভিসি খাল ধারে দু'জন মাছ ধরছিল ৷ ঠিক সেই সময় হাইড্রেনের উপর তৈরি হওয়া দেওয়াল ঘাড়ের উপর পড়ে যায় ৷ সেখানে চাপা পড়ে যায় সাইল শেখ (11) ও আলমগীর শেখ ৷ খবর দেওয়া হয় পাণ্ডুয়া দমকল বিভাগে ৷ দমকল কর্মীরা এসে পাঁচিল ভেঙে দুই কিশোরকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ৷ গুরুতর আহত হয়েছে সাইল ৷

ABOUT THE AUTHOR

...view details