অন্যভাবে পালিত টিচার্স ডে ! আরজি কর-কাণ্ডে সুবিচার চেয়ে পথে শিক্ষক-শিক্ষিকারা
Published : Sep 5, 2024, 9:01 PM IST
শিক্ষক দিবস দিনটি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি ছাত্রদের গভীর সম্মান, আস্থা ও শিক্ষাকে সঙ্গীকরে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণের দিন ৷ এদিনও আরজি কর হাসপাতালের নির্যাতিতার জন্য সুবিচার চেয়ে পথে নামলেন শিক্ষক-শিক্ষিকারা। আরজি করের ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের সামনে থেকে চতুরঙ্গ ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল চলে। যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত চিকিৎসকদের পাশে শিক্ষক-শিক্ষিকারাও রাস্তায় থাকবে বলেও জানান। দুর্গাপুরের কয়েকশো শিক্ষক-শিক্ষিকা এদিন পা মেলান প্রতিবাদ মিছিলে। শিক্ষিকা দেবযানী বসু বলেন, "এই নির্মম ঘটনা চরম আঘাত দিয়েছে সমাজের বুকে। সঠিক বিচার যাতে হয়, সেই দাবিতে শিক্ষক দিবসের দিনই আমরা প্রতিবাদে নেমেছি।"