ETV Bharat / snippets

ইস্কো কারখানায় ধর্মঘটের জের, সাসপেন্ড শ্রমিক ইউনিয়নের নেতারা

ISCO suspends union leaders
ইস্কো কারখানায় ধর্মঘটের জের, সাসপেন্ড শ্রমিক ইউনিয়নের নেতারা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 8:24 PM IST

গত 28 অক্টোবর বার্নপুরে সেলের ইস্কো কারখানায় ধর্মঘটের জেরে সিটু শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি পুলক চক্রবর্তী, আইএনটিউসি নেতা রাজেশ মাহাতো, রবীন্দ্র কুমার পাসওয়ান ও টুনটুন বার্নওয়ালকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল । ইস্কো চার্জশিট ধরিয়ে সাতদিনের মধ্যে তাঁদের উত্তর জানাতে বলেছে ৷ পুলক চক্রবর্তী বলেন, "আমরা নায্য দাবি নিয়েই কারখানার বাইরে ধর্মঘট করি । বুঝতে পারছি না চার্জশিট দেওয়ার সঙ্গে সঙ্গেই কেন সাসপেনশন ? কেন কর্তৃপক্ষের এই বিরূপ আচরণ ?'' এই নিয়ে শ্রমিক ইউনিয়নগুলি ইতিমধ্যেই ইস্কো কর্তৃপক্ষকে মেল করে প্রতিবাদ জানিয়েছে । যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল না করে, তাহলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলি ।

গত 28 অক্টোবর বার্নপুরে সেলের ইস্কো কারখানায় ধর্মঘটের জেরে সিটু শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি পুলক চক্রবর্তী, আইএনটিউসি নেতা রাজেশ মাহাতো, রবীন্দ্র কুমার পাসওয়ান ও টুনটুন বার্নওয়ালকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল । ইস্কো চার্জশিট ধরিয়ে সাতদিনের মধ্যে তাঁদের উত্তর জানাতে বলেছে ৷ পুলক চক্রবর্তী বলেন, "আমরা নায্য দাবি নিয়েই কারখানার বাইরে ধর্মঘট করি । বুঝতে পারছি না চার্জশিট দেওয়ার সঙ্গে সঙ্গেই কেন সাসপেনশন ? কেন কর্তৃপক্ষের এই বিরূপ আচরণ ?'' এই নিয়ে শ্রমিক ইউনিয়নগুলি ইতিমধ্যেই ইস্কো কর্তৃপক্ষকে মেল করে প্রতিবাদ জানিয়েছে । যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল না করে, তাহলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.