পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / snippets

কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও 3

murder case of congress worker
কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও 3 (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 10:11 PM IST

জলপাইগুড়ি, 27 জুলাই: কংগ্রেস কর্মী মানিক রায়কে পিটিয়ে খুন করার ঘটনায় গ্রেফতার আরও 3 জন। এখন পর্যন্ত মোট 11 জনকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ। গত 25 তারিখ 11 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন মৃত মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায়। সেই অভিযোগের ভিত্তিতে 11 জনকেই গ্রেফতার করল পুলিশ। তিনজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এর আগে গত 25 তারিখ মোট 5 জনকে গ্রেফতার করে পুলিশ। 27 তারিখ আরও 3 জনকে গ্রেফতার করা হয় ময়নাগুড়ি ও ধুপগুড়ি থেকে ৷ এরপর ফের 3 জনকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details