পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / snippets

সংশোধনাগারে থেকেই পিএইচডি'র ইন্টারভিউ দিলেন মাওবাদী নেতা অর্ণব

MAOIST LEADER ARNAB
মাওবাদী নেতা অর্ণব (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 11:03 PM IST

সংশোধনাগারে বসে পিএইচডি করার প্রস্তুতি নিলেন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। সেইমতো বুধবার হুগলি জেলা সংশোধনাগারের আধিকারিকদের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিতে আসেন অর্ণব। বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ইতিহাসে পিএইচডি করার জন্য 220 জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে আছেন অর্ণব দাম। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে আসেন অর্ণব দাম। ফলে কড়া নিরাপত্তা রাখা হয়েছিল ক্যাম্পাসে। পুলিশ সূত্রে খবর, কিষেনজির ঘনিষ্ঠ ছিলেন অর্ণব। শিলদা ইএফআর ক্যাম্পে হামলা-সহ একাধিক মাওবাদী হামলায় তাঁর নাম জড়ায়। 2012 সালে তাঁকে আসানসোল থেকে গ্রেফতার করা হয়। জেল থেকেই পরীক্ষা দিয়ে তিনি স্নাতকোত্তর হন ৷ জেল থেকেই সেট-এ উত্তীর্ণ হন তিনি।

ABOUT THE AUTHOR

...view details