রবিবার হাওড়ার শালিমার রেল স্টেশনের বাইরে অভিযান চালিয়ে আন্তঃরাজ্য শিশু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত দু’জনকে গ্রেফতার করে সিআইডি ৷ ধৃতদের জেরা করে সিআইডি জানতে পেরেছে যে রীতিমতো ছক কষে পাচারচক্র চালাত মানিক হালদার (38) ও মুকুল সরকার (32) নামে ওই দু’জন ৷ নিঃসন্তান দম্পতিদের খোঁজে তারা ব্যবহার করত সোশাল মিডিয়া ৷ ধৃতদের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, সেটা খোঁজ করা হচ্ছে । মানিক ও মুকুল স্বামী-স্ত্রী৷ সেই পরিচয় ব্যবহার করেই তারা এই কাজ করত বলে সিআইডি সূত্রের খবর ৷ রবিবার তাদের গ্রেফতার করার সময় দুই দিনের একটি শিশুকন্যাকেও উদ্ধার করতে সক্ষম হন সিআইডির আধিকারিকরা ।
সোশাল মিডিয়ায় নিঃসন্তান দম্পতিদের খুঁজত শিশুপাচার চক্রে ধৃতরা, দাবি সিআইডির
Published : Nov 11, 2024, 8:27 PM IST
রবিবার হাওড়ার শালিমার রেল স্টেশনের বাইরে অভিযান চালিয়ে আন্তঃরাজ্য শিশু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত দু’জনকে গ্রেফতার করে সিআইডি ৷ ধৃতদের জেরা করে সিআইডি জানতে পেরেছে যে রীতিমতো ছক কষে পাচারচক্র চালাত মানিক হালদার (38) ও মুকুল সরকার (32) নামে ওই দু’জন ৷ নিঃসন্তান দম্পতিদের খোঁজে তারা ব্যবহার করত সোশাল মিডিয়া ৷ ধৃতদের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, সেটা খোঁজ করা হচ্ছে । মানিক ও মুকুল স্বামী-স্ত্রী৷ সেই পরিচয় ব্যবহার করেই তারা এই কাজ করত বলে সিআইডি সূত্রের খবর ৷ রবিবার তাদের গ্রেফতার করার সময় দুই দিনের একটি শিশুকন্যাকেও উদ্ধার করতে সক্ষম হন সিআইডির আধিকারিকরা ।