ইস্কো কারখানায় ধর্মঘটের জের, সাসপেন্ড শ্রমিক ইউনিয়নের নেতারা
Published : Nov 5, 2024, 8:24 PM IST
গত 28 অক্টোবর বার্নপুরে সেলের ইস্কো কারখানায় ধর্মঘটের জেরে সিটু শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি পুলক চক্রবর্তী, আইএনটিউসি নেতা রাজেশ মাহাতো, রবীন্দ্র কুমার পাসওয়ান ও টুনটুন বার্নওয়ালকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল । ইস্কো চার্জশিট ধরিয়ে সাতদিনের মধ্যে তাঁদের উত্তর জানাতে বলেছে ৷ পুলক চক্রবর্তী বলেন, "আমরা নায্য দাবি নিয়েই কারখানার বাইরে ধর্মঘট করি । বুঝতে পারছি না চার্জশিট দেওয়ার সঙ্গে সঙ্গেই কেন সাসপেনশন ? কেন কর্তৃপক্ষের এই বিরূপ আচরণ ?'' এই নিয়ে শ্রমিক ইউনিয়নগুলি ইতিমধ্যেই ইস্কো কর্তৃপক্ষকে মেল করে প্রতিবাদ জানিয়েছে । যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল না করে, তাহলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলি ।