পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / snippets

টিকিয়াপাড়া কারশেডে জল জমার দায় রেলের নয়, প্রেস বার্তায় জানাল পূর্ব রেল

Tikiapara Carshed
টিকিয়াপাড়া কারশেডে জল জমার দায় রেলের নয়, প্রেস বার্তায় জানাল পূর্ব রেল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 6:08 PM IST

Tikiapara Carshed: বর্ষাকালে হাওড়ার টিকিয়াপাড়া-সহ কয়েকটি স্থানে রেলের লাইনে জল জমে থাকে । ফলে নিত্যযাত্রীদের হয়রানির শিকার হতে হয় ৷ শনিবার পূর্ব রেলে জানিয়েছে টিকিয়াপাড়াতে রেল লাইন জলে ডুবলে তার দায়িত্ব রেলের নয় । অতি ঘিঞ্জি শহরের জল ঢুকে পড়ে রেললাইন ও সংলগ্ন এলাকায় । রেল লাইনে জমে থাকা জল পাম্প করে বের করা হয় ৷ তবে সংলগ্ন বসতি অঞ্চলে নিকাশি সমস্যার কারণে জল জমা বন্ধ হচ্ছে না ৷ তবে আগের থেকে পরিস্থিতি ভালো হয়েছে বলে রেলের দাবি ৷ জল জমা বন্ধ করতে যে প্রশাসনকেই উদ্য়োগ নিতে হবে, সেটাও ওই প্রেস বার্তায় বুঝিয়ে দিয়েছে রেল ৷

ABOUT THE AUTHOR

...view details