পশ্চিমবঙ্গ

west bengal

জন্মাষ্টমীর পুজোয় আরজি কর-কাণ্ডের ছোঁয়া, সুবিচার চেয়ে প্রার্থনা রায়গঞ্জে

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 10:24 PM IST

RG KAR RAPE MURDER CASE
জন্মাষ্টমীর পুজোয় আরজি কর-কাণ্ডের ছোঁয়া (নিজস্ব চিত্র)

আরজি কর-কাণ্ড নিয়ে প্রায় 17 দিন ধরে চলছে লাগাতার আন্দোলন। দিকে দিকে মানুষজন গর্জে উঠেছেন। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছে আমজনতা ৷ এবারে জন্মাষ্টমী উৎসবেও দেখা গেল আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। সোমবার একাধারে জন্মাষ্টমী ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রায়গঞ্জের চাপদুয়ারে। এদিন কুলিক নদীর পাড় থেকে শোভাযাত্রা করে পুজো প্রাঙ্গনে এসে পৌঁছন ভক্তরা। এই ধর্মীয় অনুষ্ঠানেও দেখা মিলল আরজি করের ঘটনার সুবিচারের দাবি সংক্রান্ত প্ল্যাকার্ড। উঠল বিচারের দাবিতে আওয়াজও। নারী সুরক্ষার দাবিতেও সোচ্চার হলেন আয়োজকরা। তারা জানান, ভগবানের কাছে প্রার্থনা আরজি করের ঘটনায় যারা প্রকৃত দোষী তারা যেন চরম শাস্তি পায় ৷

ABOUT THE AUTHOR

...view details