জলাভূমির উপর তৈরি বহুতল ভাঙল প্রশাসন
Published : Aug 1, 2024, 4:18 PM IST
সোনারপুর, 1 অগস্ট: জলাভূমির উপর তৈরি বহুতল ভাঙল প্রশাসন ৷ অনুমোদন ছাড়াই বেআইনিভাবে তৈরি হয়েছে এই বহুতল ৷ নজরদারি এড়িয়ে কীভাবে এই বহুতল নির্মাণ হল তা নিয়েই উঠছে প্রশ্ন ৷ অভিযোগ, কলকাতা সংলগ্ন মুকুন্দপুর লাগোয়া জগদিপোতায় জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল বহুতল ৷ আদালতের নির্দেশ নিয়ে এই বহুতল ভাঙার কাজ শুরু করল সোনারপুর ব্লক প্রশাসন ৷ সোনারপুরের বিডিও ও নরেন্দ্রপুর থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে ৷ সুপ্তি জানা নামে একজনের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷