বাবাকে খুন করে বাগানে পুঁতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের ! - Son Kills Father - SON KILLS FATHER
Published : Jun 30, 2024, 1:45 PM IST
Young Man Murders Father: বাবাকে কুপিয়ে খুন করে পাশের বাড়ির বাগানে পুঁতে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে ৷ পরে ঘটনা জানাজানি হতে নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত যুবক ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার জালাবেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জামতলা গ্রামে । মৃতের নাম কাশীনাথ হালদার(57) ৷ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে শনিবার রাতে অভিযুক্ত পরিমলের বাবার দেহ উদ্ধার করেছে কুলতলি থানার পুলিশ । দেহটি রবিবার ময়নাতদন্তে পাঠানো হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, নেশা করার প্রতিবাদ করায় বাবাকে খুন করেছে যুবক ৷
মৃতের প্রতিবেশীদের দাবি, পরিমল হালদার (28) প্রতিদিন নেশা করত ৷ এই নিয়ে বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া ঝামেলা লেগে থাকত তার । অভিযোগ, এর জেরে যুবক তার বাবাকে মারধর করে মাথা ফাঁটিয়ে দেয় । গত চার পাঁচ দিন আগে তার বাবা হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ৷ এলাকার লোকজন পরিমলকে জিজ্ঞাসা করলে সে কিছু বলতে চাইনি । এরপর শনিবার দুপুরে পরিমল কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে । কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পরায় প্রতিবেশীরা তাকে জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য । তখনই তাকে প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে পরিমল তাদের জানায়, সে বাবাকে খুন করে বাড়ির পাশে বাগানে পুঁতে রেখেছে ।