পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কল্যাণ চৌবেকে দেখে 'গো-ব্যাক', তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ - MANIKTALA BYPOLLS 2024 - MANIKTALA BYPOLLS 2024

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 5:36 PM IST

মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের কাছ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়েছেন ৷ এদিন তিনি ভোট দিয়ে এলাকা পরিদর্শনে বের হন ৷ অভিযোগ পেয়ে উত্তেজনাপূর্ণ এলাকাগুলি ঘুরে দেখেন কল্যাণ ৷ 

এদিন কল্যাণ চৌবে অভিযোগ করেন, "বেলেঘাটা বিধানসভার 36 নং ওয়ার্ডের কাউন্সিলর নিজে বাইকে করে একশো জন কর্মীকে নিয়ে এসেছিলেন ৷ এখানে 9টি বুথ লুট করলেন ৷ আমি দেখলাম, মুখ লুকিয়ে যাচ্ছেন ৷ একটা উপনির্বাচন জেতার জন্য শাসকদলের প্যান্ট খুলে যাচ্ছে ৷ মানুষের ভোটের উপর বিশ্বাস নেই ৷ বেলেঘাটা বিধানসভার লোক এখানে এসে ভোট দিচ্ছে ৷ তাঁর হাতে কালি লাগানো ৷"

31 নম্বর ওয়ার্ডে গিয়ে কল্যাণ চৌবে অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্ন জায়গায় জটলা করে দাঁড়িয়ে আছে ৷ তাঁকে দেখে গো-ব্যাক স্লোগানও দিতেও দেখা যায় ৷ তৃণমূল কর্মীদের পালটা বিজেপি কর্মীরাও এগিয়ে আসেন ৷ তবে শেষে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকেই এলাকা ছাড়তে হয় ৷ এর প্রতিবাদে ফুলবাগান থানার সামনে বিজেপি নেতারা অবস্থান বিক্ষোভ শুরু করে ৷

ABOUT THE AUTHOR

...view details