শিলিগুড়িতে উচ্ছেদ অভিযানে বাধা ব্যবসায়ীদের, কাজ না করেই ফিরল পুরনিগম - Eviction Drive in Siliguri - EVICTION DRIVE IN SILIGURI
Published : Aug 7, 2024, 7:19 PM IST
Siliguri Municipal Corporation: ফের উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে শিলিগুড়ি পুরনিগম । তবে কাজ না সেরেই ফিরতে হল পুরনিগমের আধিকারিকদের । বুধবার ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় । তবে বারবার উচ্ছেদ অভিযানে গিয়ে পুরনিগমের বাধা পাওয়ার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে । এর আগে প্রধাননগর, চম্পাসারিতেও একইভাবে উচ্ছেদ অভিযানে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পরে ফিরে আসতে হয় পুরনিগমকে ৷ এদিন ফের ওই ঘটনার পুনরাবৃত্তি হল ।
জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ি মোড় সংলগ্ন বর্ধমান রোড ধরে ফুটপাথ দখলমুক্ত ও সরকারি জায়গা দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ করতে যায় পুরনিগম । কিন্তু তা দেখেই জলপাইমোড় ব্যবসায়ী সমিতির সদস্য ও স্থানীয়রা জেসিবির সামনে বসে বিক্ষোভ শুরু করে । তাদের অভিযোগ, পুরনিগম কোনও নোটিশ ছাড়াই এদিন আচমকা উচ্ছেদ করতে চলে আসে ।
এই বিষয়ে জলপাইমোড় ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম ভট্টাচার্য বলেন, "আমরাও চাই উন্নয়ন হোক । আমরা পুরনিগমের সঙ্গে সংঘাতে যেতে চাই না । কিন্তু আমাদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না । আর পুনর্বাসন যদি দিতেই হয় তবে আমরা এখানে 60 বছর ধরে ব্যবসা করছি । এখানেই আমাদের পুনর্বাসন দেওয়া হোক ।" শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব মুহুরি বলেন, "যদি পুরনিগমকে উচ্ছেদ করতেই হয় তবে সেই দায়িত্ব ব্যবসায়ী সমিতিকেই দেওয়া হোক ৷ আমরাই দায়িত্ব নিয়ে সব খুলে দেব ।" এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, সমস্যা একটা হয়েছে । তবে আলোচনার জায়গা রয়েছে । আলোচনা করে সমাধান করা হবে ।