খেয়ে গলা ধরবে কি ? দইয়ের পর হুগলির ওলে মজলেন সাংসদ রচনা - Rachna Banerjee on ol kochu - RACHNA BANERJEE ON OL KOCHU
Published : Sep 25, 2024, 9:44 PM IST
বন্যা পরিস্থিতিতে গঙ্গার ভাঙন দেখতে এসে ওল কিনলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। খেতে ভালো লাগে বলেই ওল কিনেছেন, এমনটাই দাবি করেন তিনি। বলাগড়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে রচনা দেখতে পান চাষীরা ওল ধুচ্ছেন ৷ বাজারে 50 টাকা কেজি দরে বিক্রি এই মুহূর্তে বিক্রি হচ্ছে ওল। সেখানে সাংসদ গাড়ি দাঁড় করিয়ে ওল কেনেন। দরদাম না করলেও ওল খেয়ে গলা ধরবে কি না, তা অবশ্য জেনে নেন রচনা ৷ পরে তিনি বলেন, "খুব সুন্দর ওলের চাষ হয়েছে। ওল খেতে পছন্দ করি তাই নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে খাব ৷" রচনা আরও বলেন, "ওল খেতে খুব ভালোবাসি। হুগলি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ফেমাস।" খাদ্য রসিক বাঙালি দের কাছে ওল অবশ্যই সুস্বাদু ও উপাদেয় খাবার। পুষ্টি গুনেও ভরপুর। ওল নিয়ে না-না পদের রান্না খেয়েছেন অভিনেত্রী। সেই কারণে গ্রামে আনাজ দেখে নিজেকে সামলাতে না পেরেই ওল কেনা, এমনটাও দাবি করেছেন তৃণমূল সাংসদ ৷