পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

তৃণমূলে ভাঙন, শুভেন্দুর সভায় বিজেপিতে জোড়াফুলের দুই নেতা; দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 9:00 PM IST

Updated : Apr 9, 2024, 9:19 PM IST

মানকুন্ডু সার্কাস মাঠে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারী । হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সমর্থনে জনসভা চলছে ।চন্দননগরে শুভেন্দু অধিকারীর সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের দুই নেতা । লকেট চট্টোপাধ্যায় তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন ৷ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূলের ছাত্র পরিষদ নেতা সম্বুদ্ধ দত্ত ও কিষাণ ক্ষেতমজুর সংগঠনের সভাপতি স্বরাজ ঘোষ । দুই নেতার যোগদান নিয়ে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃনমূল সভাপতি অরিন্দম গুঁইন বলেন, ‘‘বিজেপি ওয়াশিং মেশিন । যারা ওয়াশিং মেশিনে শুদ্ধ হতে যায় যাবে । মানুষ তৃণমূলের পাশে আছে ।ভালো-মন্দ বিচার মানুষই করবে ।’’ যদিও শাসকদলের দুই নেতার সঙ্গে আরও বেশ কয়েকজন এদিন যোগ দেন বিজেপিতে । দেখুন সরাসরি...
Last Updated : Apr 9, 2024, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details