বৃষ্টির মতো অবিরাম ঝড়ে পড়েছে বরফ, শ্রীনগরের নৈসর্গিক দেখুন ভিডিয়োয় - Snowfall in Srinagar
Published : Feb 1, 2024, 12:58 PM IST
|Updated : Feb 1, 2024, 6:13 PM IST
Snowfall in Srinagar: টানা বরফ পড়ছে কাশ্মীরে ৷ আর তাতে ভূ-স্বর্গ হয়ে উঠেছে আরও সুন্দর ৷ এই মনোরম দৃশ্য উপভোগ করতেই তো দেশ-বিদেশ থেকে ভিড় জমান পর্যটকরা। তবে এই সময়টায় সেরা যে ভূ-স্বর্গে বরফ পড়ার ৷ কিন্তু বেশ কয়েকদিন আগে এসব কিছুই ছিল অতীত । গত বছর গোটা ডিসেম্বর মাসে কেটে গেলেও বরফের এক টুকরো চোখে পড়ছিল না উত্তরের এই রাজ্যে ৷ এছাড়াও নতুন বছরের জানুয়ারিও কেটে গেলেও শেষ দু'দিনে বরফের চাদরে ঢাকল কাশ্মীর ৷
কাশ্মীরের কথা উঠলেই তুষারঢাকা পাহাড়, গাছপালা, রাস্তাঘাটের ছবি চোখের সামনে ভেসে ওঠে। আর এসবই এখন বরফের চাদরে ঢাকা ৷ বরফ পড়ার কারণে আনন্দে মেতে উঠেছেন কাশ্মীরের স্থানীয়রাও। তবে, 1 ফেব্রুয়ারি সকালে অর্থাৎ আজ এই মরশুমের প্রথম তুষারপাত হল শ্রীনগরে। তুষারপাত হয়েছে গুলমার্গেও। এখন প্রশ্ন হচ্ছে এই তুষারপাত কি এখন কিছুদিন চলবে? এর উত্তরে মৌসম ভবন বলছে, আগামী 3 তারিখ পর্যন্ত তুষারপাত হবে জম্মু-কাশ্মীরে ৷
তুষারপাতের কারণে উপত্যকারে প্রাণ ফিরেছে বলেও মনে করছেন অনেকে। এত দিন তুষারপাতের অভাবে স্থবির হয়ে পড়া পর্যটন শিল্প আবার চাঙ্গা হয়ে উঠতে পারে বলেও মনে করছে প্রশাসন। তুষারপাতের কারণে কাশ্মীরে শীঘ্রই পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যেতে পারে বলেও আশা করছে পর্যটন বিভাগ।