রামোজি ফিল্ম সিটিতে সাধারণতন্ত্র দিবস উদযাপন - সাধারণতন্ত্র দিবস
Published : Jan 26, 2024, 8:38 PM IST
সারাদেশে সাধারণতন্ত্র দিবস উদযাপন হল । একইভাবে বিশ্ব বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে 75তম সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছিল । রামোজি ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক বিজয়েশ্বরী এদিন জাতীয় পতাকা উন্মোচন করেন । সংগঠনের মানবসম্পদ সভাপতি গোপাল রাও, ইউকেএমএল (উষাকিরণ মুভিজ লিমিটেড) পরিচালক শিবরামকৃষ্ণ, ভাইস প্রেসিডেন্ট এভি রাও, রবি চন্দ্রশেখর এবং সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন । ফিল্ম সিটির সিইও শেশাই এমডি বিজয়েশ্বরীকে স্বাগত জানান ।
রামোজি গ্রুপের কোম্পানির কর্মীরা সাধারণতন্ত্র দিবস উদযাপনে অংশ নেন । এই উদযাপনে প্রত্যেকের মধ্যে দেশপ্রেম ফুটে ওঠে । প্রতি বছর স্বাধীনতা এবং সাধারণতন্ত্র দিবস উদযাপন জাঁকজমকের সঙ্গে ফিল্ম সিটিতে অনুষ্ঠিত হয় । এতে ফিল্ম সিটির কর্মীরাও অংশগ্রহণ করেন ।
22 জানুয়ারি অযোধ্যায় রামলালার অভিষেকের আগে, এমডি বিজয়েশ্বরী মাথায়ন শ্রীরামে ঐশ্বরিক পদচিহ্ন বহন করে আনেন ৷ রামোজি ফিল্ম সিটিতে শ্রীরামের পবিত্র পদচিহ্ন চাক্ষুষ করেছিলেন প্রত্য়েকে ৷