'দেশের পিছিয়ে পড়া মানুষই সংবিধান বাঁচানোর কাজটা করেছে', সাংবাদিক সম্মেলনে রাহুল - Lok Sabha Election Results 2024
Published : Jun 4, 2024, 5:56 PM IST
|Updated : Jun 4, 2024, 6:13 PM IST
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস । দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়াও আছেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি। শুরুতেই বলেন, "এই ফল থেকে বোঝা যাচ্ছে দেশ মোদির বিরুদ্ধে রায় দিয়েছে।" তিনি আরও বলেন, "এই রায় থেকে আরও বোঝা গিয়েছে, মোদির নৈতিক হার হয়েছে। কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলের নেতাদের গ্রেফতার করা হয়েছিল । এমনই কঠিন পরিস্থিতিতে নির্বাচনে আমরা লড়েছিলাম।" উল্লেখ্য, উত্তরপ্রদেশের রায়বরেলি আসন থেকে জয়ী রাহুল গান্ধি। প্রতিদ্বন্দ্বীর থেকে বিশাল ব্যবধানে এগিয়ে গিয়েছেন তিনি। তা ছাপিয়ে গিয়েছে 2019 সালে তাঁর মা সনিয়া গান্ধির জয়ের ব্যবধানকেও। বিজেপির দীনেশ প্রতাপ সিংকে হারিয়ে জয়ী হন রাহুল। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য দীনেশ প্রতাপ সিং। রায়বরেলির পাশাপাশি কেরলের ওয়ানাড় আসনটিও জিতে নিয়েছেন রাহুল। রাহুলের সাংবাদিক সম্মেলন দেখুন সরাসরি ইটিভি ভারতে ৷
Last Updated : Jun 4, 2024, 6:13 PM IST