রাত পোহালেই পঞ্চম দফার ভোট, হাওড়ায় ভোটকর্মীদের প্রস্তুতি তুঙ্গে - Lok Sabha Election 2024
Published : May 19, 2024, 4:29 PM IST
|Updated : May 19, 2024, 7:26 PM IST
Howrah Lok Sabha Constituency: দেশজুড়ে 20 মে অর্থাৎ আগামিকাল পঞ্চম দফার ভোট ৷ সেই সঙ্গে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগ মিলিয়ে রাজ্য়ের সাতটি কেন্দ্রে নির্বাচন হবে ৷ আর তার আগে চরম ব্যস্ততা হাওড়ার বিভিন্ন ডিসিআরসি কেন্দ্রে। রবিবার সকাল থেকেই সেখানে হাজির হতে শুরু করেছেন পুলিশ ও ভোটকর্মীরা। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া লোকসভা কেন্দ্রের জন্য মোট পাঁচটি ডিসিআরসি কেন্দ্র গঠন করা হয়েছে। এখান থেকেই ভিভিপ্যাট, ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী নিয়ে তাঁরা রওনা দেবেন হাওড়ার বিভিন্ন বুথে ৷
সরকারি তথ্য অনুযায়ী, এবারে হাওড়া সদর কেন্দ্রে মোট 790টি জায়গায় 1 হাজার 895টি বুথ করা হয়েছে ৷ এর মধ্যে 322টি বুথ মহিলা পরিচালিত। একইসঙ্গে প্রত্যেক বিধানসভায় একটি করে মোট সাতটি মডেল বুথ তৈরি করা হয়েছে। প্রতিটি বুথেই থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। ভোট প্রক্রিয়া সুষ্ঠভাবে করাতে এবারের নির্বাচনে হাওড়া সদর কেন্দ্রে মোট 8 হাজার 716 জন ভোটকর্মীদের সঙ্গে থাকছে 81 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 4 হাজার 492 জন রাজ্য পুলিশকর্মী। ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন । হাওড়া শিবপুর থেকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন সোনালি দত্ত চৌধুরী ৷ তিনি বলেন, "আমি এখান থেকে ইভিএম ও অন্যান্য কাগজপত্র পেয়ে গিয়েছি। শিবপুর ভবানী গার্লস স্কুলে আমার ডিউটি পড়েছে।" এই কেন্দ্রের মোট ভোটার 17 লক্ষ 69 হাজার 184 জন। পুরুষ ভোটারের সংখ্যা 9 লক্ষ 10 হাজার 535 জন। মহিলা ভোটারের সংখ্যা 8 লক্ষ 58 হাজার 610 জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 39 জন।