দলীয় প্রার্থীদের সমর্থনে কাকদ্বীপে জনসভা প্রধানমন্ত্রী মোদির, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 29, 2024, 10:59 AM IST
|Updated : May 29, 2024, 11:57 AM IST
PM Narendra Modi Meeting: সপ্তম দফায় মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট ৷ নির্বাচনী প্রচারের শেষলগ্নে বঙ্গে জমিয়ে প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে কাকদ্বীপ স্টেডিয়ামের মাঠে জনসভায় বক্তব্য রাখছেন তিনি ৷ সভায় রয়েছেন ডায়মন্ড হারবার এবং জয়নগরের বিজেপি প্রার্থীও ৷ এই সভা থেকে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে আক্রমণ শানাতে পারেন প্রধানমন্ত্রী ৷ মথুরাপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের শক্তঘাঁটি ৷ এই কেন্দ্রকে পদ্ম ফুল ফোটাতে কী বার্তা দেন মোদি, সেদিকে তাকিয়ে দলের কর্মী সমর্থকেরা ৷অন্যদিকে প্রধানমন্ত্রীকে একবার চাক্ষুস করার জন্য জনসভায় উপচে পড়েছে ভিড় ৷ ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকের পাশাপাশি সভাস্থলে সামনে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষও ৷ নরেন্দ্র মোদি মঙ্গলবার রাজ্য সফরে এসেছেন ৷ গতকাল তিনি প্রথমে অশোকনগর তারপর বারুইপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করেন ৷ সন্ধেতে তিলোত্তমায় ছিল মেগা রোড-শো ৷ কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়ের সমর্থনে এই রোড-শো করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে । শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মোদির এই রোড-শো ৷ যা গিয়ে শেষ হয় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে ৷
Last Updated : May 29, 2024, 11:57 AM IST