বাঁকুড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটপ্রচারে নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 19, 2024, 2:31 PM IST
|Updated : May 19, 2024, 3:12 PM IST
PM Modi LIVE in Bankura: আগামী 25 মে শনিবার লোকসভা নির্বাচন রয়েছে মল্লগড় বিষ্ণুপুর কেন্দ্রে ৷ আজ সেই কেন্দ্রের অন্তর্গত নিকুঞ্জপুর হাইস্কুল ময়দানে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাঁকুড়া জেলায় রয়েছে দুই লোকসভা কেন্দ্র বাঁকুড়া ও বিষ্ণুপুর । এই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে ডাঃ সুভাষ সরকার এবং সৌমিত্র খাঁ-য়ের সমর্থনে েক‘ বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর এই নির্বাচনী জনসভাকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস চোখে পড়ছে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ৷ সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছেন সভাস্থলে ৷ এই দুই কেন্দ্রে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ৷ বাঁকুড়ায় ঘাসফুলের হয়ে লড়ছেন অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরে প্রার্থী সৌমিত্র খাঁ-য়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল ৷ দুই জায়গাতেই এলাকা ধরে রাখতে মরিয়া বিজেপি ৷
Last Updated : May 19, 2024, 3:12 PM IST