সরযূর তীরে সূর্যচ্ছটাতেও উজ্জ্বল, পুরুষোত্তমের প্রত্যাবর্তনে রামরাজ্য মোদিময় - Ram Mandir
Published : Jan 22, 2024, 3:08 PM IST
|Updated : Jan 22, 2024, 5:21 PM IST
Narendra Modi in Ram Mandir Inauguration: সনাতন ধর্ম বলে, 'ডিউটি বিফোর সেলফ' । বাংলায় যার মানে, স্বেচ্ছার আগে কর্ম। রামে বিভোর দেশও কয়েকদিন জপেছে এই এই মন্ত্রই । এদিন সেই অপেক্ষার অবসান, রাজসূয় যজ্ঞে নয়া ইতিহাসের সূচনা হল সরযূর তীরে । পাঁচশো বছর পর নিজের রাজ্যে ফিরেছেন মর্যাদা পুরুষোত্তম । জগাধিপতির 'ঘর ওয়াপসি'র অনুষ্ঠানের সমস্ত উপাদান মজুদ ছিল অযোধ্যায় । কিন্তু, বর্ণাঢ্য অনুষ্ঠানের যাবতীয় জৌলুশ কেড়ে নিলেন তিনিই । সরযূর তীরে সূর্যচ্ছটাতেও উজ্জ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
11 দিনের উপবাস, শুধুমাত্র নারকেলের জল খেয়ে মাটিতে শুয়ে কাটিয়েছেন । ঘুরেছেন বিভিন্ন মন্দিরে । ভারতের সনাতনী ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা হল তাঁর হাত ধরেই । আদর্শ যজমানের মতো ঢুকলেন গর্ভগৃহে, তাঁর হাত থেকেই হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা । 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে প্রাণ পেলেন শ্রী রাম । পদ্ম হাতে সংকল্প করলেন সনাতনী আদর্শের ধ্বজ্জা বয়ে নিয়ে যাওয়ার । পুজো শেষে মর্যাদা পুরুষোত্তমের সামনে সাষ্টাঙ্গ প্রণাম । এদিন রাম মন্দিরে যাবতীয় আলো, ক্যামেরার ঝলকানি কেড়ে নিলেন তিনি ।