তৃতীয়বার ক্ষমতায় এসে বড় সিদ্ধান্ত নেবেন, ইঙ্গিত মোদির; দেখুন সরাসরি... - Narendra Modi Live - NARENDRA MODI LIVE
Published : Jun 4, 2024, 8:16 PM IST
|Updated : Jun 4, 2024, 9:14 PM IST
প্রায় 64 কোটি মানুষ এবার ভোট দিয়েছেন লোকসভা নির্বাচনে ৷ সাত দফায় অনুষ্ঠিত নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে ৷ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, 10 বছরে বিজেপির সবচেয়ে খারাপ ফল ৷ দেশে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না ভারতীয় জনতা পার্টি ৷ ফলে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে দেশে সরকার গড়তে তাকিয়ে থাকতে হবে সহযোগী দলগুলির দিকে ৷ একাধিক রাজ্যেও ভরাডুবি হয়েছে পদ্মশিবিরের ৷ 1 জুন সপ্তম দফার নির্বাচনের পর যে ট্রেন্ড দেখিয়েছিল বুথ ফেরত সমীক্ষা, তার কাছাকাছিও পৌঁছতে পারেনি ‘মোদি অ্যান্ড কোং’ ৷ যদিও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ টানা তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে ৷ অন্যদিকে নরেন্দ্র মোদি জিতলেও বারাণসী থেকে কংগ্রেসের অজয় রাই সকালে বেশ কিছুটা এগিয়ে ছিলেন । শেষ পর্যন্ত দেড় লক্ষ ভোটের মার্জিনে জিতেছেন বারাণসীর সাংসদ ৷ গতবারের চেয়ে ভোটের মার্জিন কমেছে 3 লক্ষ 30 হাজার ৷ সমস্ত মিলিয়ে খানিক কোণঠাসা গেরুয়াশিবির ৷ তারমধ্যেই নয়াদিল্লিতে বিজেপি'র সদর দফতরে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : Jun 4, 2024, 9:14 PM IST