বারাণসীতে মনোনয়ন জমা দিলেন মোদি, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 14, 2024, 9:51 AM IST
|Updated : May 14, 2024, 12:24 PM IST
Narendra Modi Nomination Live: পূর্বসূচি মতো উত্তরপ্রদেশের বারাণসীর দশাশ্বমেধ ঘাটে স্নান করে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেওয়ার পথে নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর এই মনোনয়নে উপস্থিত রয়েছেন 12 জন বিজেপি শাসিত রাজ্য়ের মুখ্য়মন্ত্রী ৷ এই নিয়ে তৃতীয়বার কাশীতে মনোনয়ন জমা করলেন মোদি ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে দশাশ্বমেধ ঘাটে গঙ্গায় স্নান সেরে দেবী গঙ্গাকে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি কালভৈরবের পুজো সেরে মনোনয়ন জমা দিলেন ৷ সোমবারই বারাণসীতে এক মেগা রোড-শো করেছেন নরেন্দ্র মোদি । আগামী 1 জুন কাশীর মানুষ তাঁকে ফেরাবে না, এই আশা নরেন্দ্র মোদির । তৃতীয় দফার ভোটে আমেদাবাদে তিনি ইতিমধ্যে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ আজ, মোদির মনোনয়ন জমা ও রোড-শো সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : May 14, 2024, 12:24 PM IST