দেওয়া হল না ভোট! ভোটারদের অধিকার নিয়ে অনশনে বিধায়ক - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 20, 2024, 9:16 PM IST
5th Phase Vote in Bengal: সন্ধ্যা নামার আগেই ভোটের তাল কাটল চুঁচুড়ার 274 নম্বর বুথে ৷ ছ'টা বাজার আগেই ভোট কেন্দ্রের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিধায়ক অসিত মজুমদার ৷ বসলেন অনশনে ৷ তাঁর অভিযোগ এই বুথে ইভিএম বিকলের ফলে তিন থেকে চার ঘণ্টা বন্ধ ছিল ভোটগ্রহণ। ফলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণের ব্যবস্থা থাকলেও, কোনও কারণে ভোট বন্ধ থাকলে সময় বাড়িয়ে দেওয়া হয় ৷ তবে এক্ষেত্রে এই বুথে সেই নিয়ম পালন করা হয়নি বলে অভিযোগ তৃণমূল বিধায়কের ৷
তাঁর অভিযোগ, "বুথের প্রিসাইডিং অফিসার থেকে ডিএম, সকলকে জানিয়েছি। প্রতিটা ভোটারের ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে ৷ 6টা বাজার আগেই গেট বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ 20 থেকে 25 জন ভোটার ভোট কেন্দ্রে ঢুকতে পারলেন না ৷ তাহলে যে ভোট চার ঘণ্টা বন্ধ রাখল, তার কী হল? তার জন্য অতিরিক্ত কোনও সময় দেওয়া হয়নি ৷ এই সকল ভোটাররা ভোট দিতে পারেনি বলে আমি অনশনে বসলাম ৷" জানা গিয়েছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে পুরো বিষয়টি জানানো হয়েছে ৷ কমিশনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ৷