100টি দেশের 5000 ভক্ত নিয়ে শুরু চৈতন্যদেবের আবির্ভাব তিথি উৎসব - CHAITANYA MAHAPRABHU
Published : Feb 24, 2025, 5:32 PM IST
শুরু হল মায়াপুর ইসকন পরিচালিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। বিশ্বের 100টি দেশ থেকে হাজার হাজার দেশি ও বিদেশি ভক্ত যোগ দিয়েছেন এই পরিক্রমায়। আজ থেকে শুরু হওয়া এই পরিক্রমা চলবে 18 মার্চ পর্যন্ত। নদিয়ার নবদ্বীপের নয়টি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা ফের মায়াপুর ইসকনে ফিরে আসবে। মহাপ্রভু চৈতন্যদেবের 539তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই পরিক্রমায় অংশ নিয়ে হাজার হাজার ভক্ত কৃষ্ণনামে মাতোয়ারা। কখনও জলপথে, কখনও স্থলপথে নবদ্বীপের ন'টি দ্বীপে এখন পরিভ্রমণে ব্যস্ত দেশি ও বিদেশি ভক্তরা।
এবিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "প্রতি বছরই মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে প্রায় এক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। 539তম জন্ম দিবস উপলক্ষে বেশ কয়েকদিন আগে থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে। তবে এই আবির্ভাব দিবস উপলক্ষে মূল অনুষ্ঠান মণ্ডল পরিক্রমা। ইতিমধ্যেই 100টি দেশ থেকে 5 হাজার ভক্ত অংশগ্রহণ করেছেন এই মণ্ডল পরিক্রমায়।"
তিনি আরও জানান, জলপথ এবং স্থলপথ বিভিন্নভাবে ভাগ হয়ে তাঁরা পরিক্রমা শুরু করবে। মূলত, মহাপ্রভু সাধারণ মানুষের মধ্যে যে কৃষ্ণ নাম বিলিয়েছেন এবং কৃষ্ণনাম প্রচার করেছেন সেই প্রচার অব্যাহত রাখতেই এই পরিক্রমা। আগামী 14 মার্চ ইসকনের মধ্যে খোলা মঞ্চে এই অনুষ্ঠান পালন করা হবে। সকলের কাছে ভক্তি আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য মূলত এই প্রচেষ্টা ৷