পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মহেশতলায় হনুমানের তাণ্ডব, আহত বেশ কয়েকজন এলাকাবাসী - হনুমানের তাণ্ডব

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 10:53 PM IST

Monkey Attack: এলাকায় হনুমানের বাড়-বাড়ন্ত ৷ আতঙ্কে তটস্থ এলাকাবাসী ৷ মহেশতলা পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এক নম্বর দৌলতপুর এলাকার ঘটনা ৷ বেশ কিছুদিন ধরে এলাকায় দাপিয়ে বেরাচ্ছে একটি হনুমান ৷ তার অত্যাচারে অতিষ্ট সাধরণ মানুষ ৷ এলাকাবাসীর দাবি ইতিমধ্যেই স্থানীয় বেশ কয়েকজনকে আক্রমণ করেছে হনুমানটি ৷ হনুমানের আক্রমণ থেকে বাঁচতে লাঠি, ব্যাট, বাঁশ ও লোহার রড হাতে বাইরে বেরচ্ছেন তাঁরা ৷ 

এলাকাবাসীর দাবি, বেশ কয়েকদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হনুমানটি ৷ রাস্তা দিয়ে গেলেই আক্রমণ করছে স্থানীয় বাসিন্দাদের ৷ হনুমানের হাত থেকে বাঁচতে এলাকাবাসী বনদফতরে খবর দেন ৷ খবর পেয়েই বুধবার 'হামলাকারী'কে ধরতে ঘটনাস্থলে উপস্থতি হয় বনদফতরেরকর্মীরা ৷ খাবারের টোপ দিয়ে খাঁচা পেতে রাখা হয় বন দফতরের পক্ষ থেকে ৷ তবে এদিন সকালে বনদফতরের পাতা ফাঁদে পা দেয়নি হনুমানটি ৷ বাধ্য হয়ে হনুমানের আক্রমণ থেকে বাঁচতে বাঁশ ও লাঠি নিয়ে পাহাড়া দিচ্ছেন এলাকাবসী ৷ 

ABOUT THE AUTHOR

...view details