পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

এখন থেকেই দল ভাঙানোর খেলা শুরু করেছে বিজেপি, দাবি মমতার; দেখুন সরাসরি - MAMATA BANERJEE - MAMATA BANERJEE

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 5:52 PM IST

Updated : Jun 8, 2024, 6:10 PM IST

লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ বৈঠকে যোগ দিতে শনিবার কালীঘাটের বাসভবনে গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ এছাড়াও এদিনের বৈঠকে ছিলেন মিতালী বাগ, ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্য়ায়-সহ নতুন সাংসদরা ৷ নতুনদের প্রশংসায় মমতা। অধীর চৌধুরীকে হারানোয় বৈঠকে পাঠানের ভূয়সী প্রশংসাও করেন মমতা।  মমতার মতে  ইউসুফ 'জায়েন্ট কিলার'। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লডাই করেছেন তাও প্রশংসনীয় বলে মনে করেন মমতা। বৈঠকে তিনি বলেন, "এবার সংসদে আমাদের মহিলা সাংসদদের সংখ্যা বেশি। এ বিষয়ে আমরাই সবচেয়ে এগিয়ে।" পাশাপাশি মমতার মতে, কাঁথি লোকসভায় বাঘের মতো লডাই করেছে উত্তম বারিক। তাঁর লডাই অনকেরই মনে থেকে যাবে।  বৈঠকের একটি অংশে তিনি জানান, কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে । তৃণমূল এর বিরুদ্ধে সংসদে লড়াই করে আসছে। সেই লড়াই চলবে । এরপরই সাংবাদিকদের মুখোমুখি মমতা। 
Last Updated : Jun 8, 2024, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details