মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা, দেখুন সরাসরি... - mamata banerjee is live
Published : Jan 31, 2024, 12:08 PM IST
|Updated : Jan 31, 2024, 1:42 PM IST
Mamata Banerjee Live: দক্ষিণ দিনাজপুর সফর শেষে বুধবার মালদায় আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমে কথা ছিল, ডিএসএ ময়দান সংলগ্ন রামকৃষ্ণ মিশনের মাঠ অথবা বিমান বন্দরে তাঁর চপার নামবে ৷ কিন্তু গতকাল রাতে তাঁর সফরসূচি খানিকটা পরিবর্তিত হয়৷ বালুরঘাট থেকে তাঁর হেলিকপ্টার নামে মালদা পুলিশ লাইন ময়দানে ৷ নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই ৷ সেখানে তাঁকে অভ্যর্থনা জানান পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ৷ এখান থেকে ডিএসএ মাঠ পর্যন্ত পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী ৷ পথে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোরও কথা রয়েছে তাঁর ৷ জেলা ক্রীড়া সংস্থার মাঠে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি ৷ একাধিক সরকারি প্রকল্পের সহায়তা উপভোক্তাদের হাতে তুলে দেবেন ৷ বেলা আড়াইটে নাগাদ রামকৃষ্ণ মিশন মাঠের অস্থায়ী হেলিপ্যাড থেকে তাঁকে নিয়ে চপার উড়ে যাবে বহরমপুরের উদ্দেশ্যে ৷ মালদা পুলিশ লাইন ময়দানে থেকে ডিএসএ মাঠ পর্যন্ত পদযাত্রার লাইভ দেখুন সরাসরি ইটিভি ভারতে ৷