সন্দেশখালি সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, আলিপুরদুয়ারে দাবি মমতার; দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 5, 2024, 12:52 PM IST
|Updated : Apr 5, 2024, 1:29 PM IST
Mamata Banerjee Live: জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে শুক্রবার আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জে সভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জলপাইগুড়িতে সভা করার কথা রয়েছে মুখ্য়মন্ত্রীর ৷ সেখানেই এবিপিসি ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভায় যোগ দেবেন। এদিন সকালে চালসা থেকে হেলিকপ্টারে এসে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জে পৌঁছন তিনি ৷ গতকাল মালবাজারের আদর্শ বিদ্যাভবনের মাঠে সভা করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিশীথ প্রামাণিককে নিশানা করেন তিনি ৷ মমতা নিশীথের নাম না-করে বলেন, "যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়! গতকাল কোচবিহারে সভা করেই নিশীথের ভূয়যী প্রশংসা করেন নরেন্দ্র মোদি। এখন প্রকাশ চিক বড়াইকের সমর্থনে আলিপুরদুয়ারে মমতার সভা সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : Apr 5, 2024, 1:29 PM IST