ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিচ্ছেন মমতা, দেখুন সরাসরি - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Jun 1, 2024, 4:04 PM IST
|Updated : Jun 1, 2024, 4:42 PM IST
দক্ষিণ কলকাতায় চলছে ভোট। সকাল থেকে ছোটখাটো একাধিক ঘটনা মধ্যে দিয়েই ভোট চলছে। সকালেই মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মিত্র ইনস্টিটিউশনে ভোট দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটদানের পর সপ্তম দফা ভোট নিয়ে তিনি কী বলেন, সেটাই এখন দেখার। ভোট নিয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোলমালের খবর এসেছে সন্দেশখালি থেকে শুরু ভাঙড়ের মতো কয়েকটি জায়গা থেকে। এমনিতেই প্রতিটি ভোটেই মমতা বিকেলের দিকে ভোট দিতে আসেন। প্রার্থী হলেও তাঁকে সাধারণত দুপুরের পরই বাড়ি থেকে বেরতে দেখা যায়। এবারও সেই ব্যবস্থার অন্যথা হল না। শনিবার বিকেলের দিকে ভোট দিতে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
Last Updated : Jun 1, 2024, 4:42 PM IST