KIFF 2024 LIVE: শুরু 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - 30TH KIFF 2024
Published : Dec 4, 2024, 4:35 PM IST
|Updated : Dec 4, 2024, 5:47 PM IST
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৷ একঝাঁক তারকা উপস্থিতি ধনধান্য অডিটোরিয়ামে ৷ উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহা ৷ এই বছর চলচ্চিত্র উৎসবের থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। প্রতিযোগিতা বিভাগে মোট 2459টি ছবির মনোনয়ন জমা পড়েছে । প্রতিযোগিতায় মনোনীত হয়েছে 42টি পূর্ণ দৈর্ঘের ফিচার ছবি, 30টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। নন কম্পিটিশন বিভাগে রয়েছে 103টি ছবি। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। তাই 21টি ফ্রেঞ্চ ছবি দেখানো হবে। বিকেল সাড়ে 5টায় ধনধান্য অডিটোরিয়ামে তপন সিনহার 'গল্প হলেও সত্যি' দিয়ে শুরু হচ্ছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
Last Updated : Dec 4, 2024, 5:47 PM IST