জলপাইগুড়ি, 7 জানুয়ারি: আলু চাষের বিমার জন্য আর টাকা খরচ করতে হবে না কৃষকদের ৷ তাঁদের মুশকিল আসান করছে রাজ্য সরকার ৷ জলপাইগুড়িতে 'বাংলা শস্যবিমা'র আওতায় চলতি মরশুম থেকে আলু চাষের বিমা বিনামূল্যে করাবে রাজ্য কৃষি দফতর ৷ মঙ্গলবার এ সংক্রান্ত প্রচার ট্যাবলোর উদ্বোধন করলেন জেলাশাসক শামা পারভিন ৷
আলু চাষ রবি শস্য বিমার আওতায় থাকলেও, কৃষকদের ন্যূনতম খরচে বিমা করাতে হত ৷ এই মরশুম থেকে সেই খরচ করতে হবে না কৃষকদের ৷ রাজ্য সরকারের তরফে বিনামূল্যে এই বিমা করানো হবে ৷ এ দিন যে ট্যাবলোর উদ্বোধন করা হল, সেটি জলপাইগুড়ি জেলার প্রতিটি এলাকায় ঘুরে এ নিয়ে প্রচার চালাবে ৷ যাতে আলু চাষে যুক্ত কৃষকরা এই বিমার সুবিধা নিতে পারেন ৷
জলপাইগুড়িতে প্রায় 30-35 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয় ৷ প্রথম ধাপে কৃষি দফতরের লক্ষ্যমাত্রা অন্ততপক্ষে 20 হাজার হেক্টর জমিকে বিমার আওতায় নিয়ে আসা ৷ উল্লেখ্য, এর আগে তেমনভাবে কৃষকরা বিনামূল্যে রবি শস্য বিমা করাননি ৷ ফলে এবার রবি শস্যের মরশুম 70 হাজার কৃষককে (সব রবি শস্য মিলিয়ে) বিমার আওতায় আনার চেষ্টা করছে কৃষি দফতর ৷
এ দিন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন জানান, "বাংলা শস্যবিমা যোজনার প্রচারে ট্যাবলো বের করা হল ৷ প্রচারের মাধ্যমে অবগত করানো হবে কৃষকদের ৷ এই যোজনায় বিনামূল্যে বিমা করে দেওয়া হবে ৷ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি হলে, বিমার মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা ৷ এই প্রথম আলু চাষিদেরকেও বিনামূল্যে বিমার আওতায় আনা হবে ৷ জমির কাগজ থাকলেই বিমা করে দেওয়া হবে ৷"
জলপাইগুড়ি কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টর গোপালচন্দ্র সাহা বলেন, "গত বছর 56 হাজার চাষিকে আমরা এই বিনামূল্যে বিমার আওতায় এনেছিলাম ৷ এবার যেহেতু আলুকে সংযুক্ত করা হল, তাই আমরা টার্গেট নিয়েছি যে, আলু চাষ মিলিয়ে এবার 70 হাজার চাষিকে আমরা বিমার আওতায় আনব ৷ গত বছর রবি শস্যে 12 হাজার 901 হেক্টর জমির বিমা করা হয়েছিল, যেখানে মোট 56 হাজার 149 জন কৃষক এই বিমার আওতায় ছিলেন ৷"
জলপাইগুড়ি জেলায় প্রতি বছর গড়ে 30-35 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়ে থাকে ৷ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ক্রান্তি, ধূপগুড়ি, রাজগঞ্জ, সদর ব্লকে সবচেয়ে বেশি আলু চাষ হয় ৷ প্রতি বছর আলু চাষে কম-বেশি সমস্যায় পড়েন কৃষকরা ৷ কখনও ধসা রোগ, তো কখনও বা অন্য কোনও কারণে ৷ তাই এবার আলু চাষে কৃষকদের সহযোগিতা করতে এগিয়ে এল রাজ্য সরকার ৷
আলু চাষিদের যাতে বেশি করে রবি শস্যের মরশুমে সহযোগিতা করা যায়, তা নিয়ে পুরো জানুয়ারি মাস জুড়ে প্রচার চলবে ৷ আলু চাষে বিনামূল্য বিমা করানো হবে 31 জানুয়ারি পর্যন্ত ৷ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের অফিসে আলু চাষের বিমা করানোর জন্য লোক থাকবে ৷ তাঁরাই কৃষকদের বিমার কাজ করবেন ৷ আবেদনপত্র পূরণ করা থেকে পুরো বিষয়টিতে সহযোগিতা করা হবে সরকারের পক্ষ থেকে ৷