আরজি করের ঘটনা, শত ধিক্কারেও লজ্জা যাবে না ; গানে গানে প্রতিবাদ লোকশিল্পীর - RG Kar Doctor Rape and Murder Case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE
Published : Aug 26, 2024, 2:54 PM IST
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গান বাঁধলেন রায়গঞ্জের লোকশিল্পী তরণী মোহন বিশ্বাস । পথে প্রান্তে সেই গান গেয়ে চলেছেন তিনি । তাঁর বক্তব্য, বাংলায় আজ দুর্দিন চলছে । এই সময় লোকশিল্পীরা ঘরে বসে থাকতে পারেন না । সমাজের সর্বস্তরের মানুষজন এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাই তিনিও গানে গানে প্রতিবাদে সরব হয়েছেন ৷
এই গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে বিভিন্ন মাধ্যমে । পথে প্রান্তরে একতারা বাজিয়ে গান গাইছেন তরণীবাবু । তার মাধ্যমেই প্রতিবাদে জানাচ্ছেন ৷ তাঁর কথায়, "সবার ঘরেই মেয়ে আছে ৷ সমাজের এই যে উত্তাল অবস্থা ৷ সবাই জানে ৷ তবুও আমি লোকশিল্পী আমার ইচ্ছা হল গানের মাধ্যমে প্রতিবাদ জানানোর ৷ তাই গান বেঁধে আমি প্রতিবাদ জানাচ্ছি ৷"