পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

চিকিৎসার গাফিলতিতে নাবালক মৃত্যুতে হাসপাতাল পরিদর্শনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক - Minor Death in Balurghat Hospital - MINOR DEATH IN BALURGHAT HOSPITAL

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 10:34 PM IST

Balurghat Hospital: চিকিৎসকের গাফিলতিতে নাবালক মৃত্যুর ঘটনার অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে এলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস । প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা রয়েছে বলে জানতে পারেন তিনি । অভিযুক্ত চিকিৎসকে শো-কজ করার পাশাপাশি ঘটনার তদন্ত চলতে থাকবে বলে জানিয়েছেন তিনি ।

সোমবার সকালে শিবের মাথায় জল ঢালতে বালুরঘাট থেকে পতিরাম যাওয়ার পথে টোটোর ধাক্কায় গুরুতর আহত হয় শিবম শর্মা নামে নয় বছরের বালক । দ্রুত তাকে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে ভর্তির প্রায় দু'ঘণ্টা পর চিকিৎসক আসে। অভিযোগ, চিকিৎসক আসার আগেই নাবালকের মৃত্যু হয় । এই ঘটনায় পরিবারের লোকের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে শিবমের । এই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকজন। 

পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছয় বালুরঘাট থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী । পরবর্তীতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানায় মৃতের পরিবার । সেই অভিযোগের ভিত্তিতে এদিন ঘটনার সত্যতা খতিয়ে দেখতে হাসপাতালে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস । তিনি বলেন, "অভিযুক্ত চিকিৎসককে শো-কজ করা হবে । অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে । তদন্ত রিপোর্ট দ্রুততার সঙ্গে স্বাস্থ্য দফতরে পাঠানো হবে । হাসপাতালের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details