লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করছে কংগ্রেস, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 5, 2024, 11:47 AM IST
|Updated : Apr 5, 2024, 12:33 PM IST
প্রকাশিত হচ্ছে লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তেহার ৷ 'সামাজিক ন্যায়বিচার'-এর উপর দৃঢ় নজর রেখে এটিকে চূড়ান্ত রূপ দেবে বলে দলীয় সূত্রে খবর ৷ দলের নেতা রাহুল গান্ধি তার ভারত জোড়ের ন্যায় যাত্রার সময় একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন ৷ মনে করা হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের ইস্তেহারে অবশ্যই প্রাধান্য পাবে দলের সাংসদ রাহুল গান্ধির সামাজিক ন্যায়বিচারের অ্য়াজেন্ডার ছাপ ৷ যা তিনি সদ্য সমাপ্ত ভারত জোড়া ন্যায় যাত্রার মাধ্যমে তৈরি করছেন।আগে জানা গিয়েছিল, ইস্তেহারে সামাজিক ন্যায়বিচারের পাঁচ গ্যারান্টির পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সমস্যা বন্ধ করতে সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পৃথক আইনের প্রতিশ্রুতি দেওয়া হতে পারে ৷ ইস্তেহার কমিটির আহ্বায়ক এবং ছত্তিশগড়ের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী টিএস সিং দেও জানিয়েছেন, ইস্তেহারটি সম্ভবত সেই ধারণাগুলিকে প্রতিফলিত করবে যা কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ৷
Last Updated : Apr 5, 2024, 12:33 PM IST