ভোটে গণ্ডগোল হলে দায়ী থাকবেন ডিজি: মুখ্য নির্বাচন কমিশনার - মুখ্য নির্বাচন কমিশনার
Published : Mar 5, 2024, 12:15 PM IST
|Updated : Mar 5, 2024, 12:50 PM IST
ECI LIVE: প্রশাসন ও রাজনৈতিক দলগুলির সঙ্গে সোমবার বৈঠকের পর আজ সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ সোমবার বৈঠকের সময় ভোটার তালিকা নিয়ে কমিশনের ফুল বেঞ্চের একাধিক প্রশ্নের মুখে পড়েন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ৷ এদিন সকালে বৈঠকের সময় সবক'টি স্বীকৃত রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে সরব হন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা । আর এই বিষয়টি নিয়ে একেবারেই হালকাভাবে নিচ্ছে না ফুল বেঞ্চ। এমনটাই কমিশন সূত্র মারফৎ জানা গিয়েছে । তবে আজকের বৈঠকের পর কমিশন কী বলে সেইদিকেই তাকিয়ে সবাই ৷ আজকের সাংবাদিক সম্মেলন শেষে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লি ফিরে যাবেন ৷ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট কবে প্রকাশ হয় সেটাই দেখার ৷
Last Updated : Mar 5, 2024, 12:50 PM IST