পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভোটগ্রহণের মাঝে পুরশুড়ায় উদ্ধার বোমা, আটক বিজেপি কর্মী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 1:01 PM IST

Bomb Recovered at Purshura: দেশ তথা রাজ্যজুড়ে চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন ৷ সোমবার রাজ্যে ভোটগ্রহণ চলছে -হাওড়া, হুগলি, বনগাঁ, ব্যারাকপুর, আরামবাগ, উলুবেড়িয়া ও শ্রীরামপুরে এই 7টি আসনে ৷ পঞ্চম দফার ভোট চলাকালীন বিপত্তি পুরশুড়ায় ৷ এদিন বেলা গড়াতে পুরশুড়া বিধানসভার বালিপুরের পূর্ব রাধানগরে দু'টি বোমা উদ্ধার করল পুলিশ ৷ 

স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত থেকে ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে বেশ কয়েকজন দুষ্কৃতী দফায়-দফায় বোমাবাজি করে। রবিবারের পর ফের ভোটের দিন ওই এলাকায় দু'টি বোমা উদ্ধার হল ৷ যদিও এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, বিজেপির দলবল সন্ত্রাস করছে। পালটা বিজেপির দাবি, তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। এলাকায় এখনও রয়েছে বোমাবাজির চিহ্ন ৷

যদিও পুলিশ ঘটনায় এক বিজেপি কর্মীকে আটক করেছে। এপ্রসঙ্গে ওই এলাকার তৃণমূল সমর্থকরা বলেন, "গতকাল রাত থেকেই বিজেপি'র কিছু বহিরাগত কর্মীরা বোমা নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। তারাই বোমা বাজি করে আতঙ্কে সৃষ্টি করার চেষ্টা করছিল। এসব কাজ তৃণমূল কংগ্রেস করে না।" পালটা বিজেপি কর্মী আশিস মাইতির দাবি, তৃণমূল এই ঘটনার জন্য দাবি ৷ আমাদের কর্মীকে অকারণেই আটক করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details