থ্রিলার পড়তে ও দেখতে নয়, দেখাতে ভালোবাসি: দেবালয় ভট্টাচার্য - Boka Baksho Te Bondi - BOKA BAKSHO TE BONDI
Published : Jun 21, 2024, 3:04 PM IST
Boka Baksho Te Bondi Web Series: বাংলা ওয়েব সিরিজের সফল পরিচালক দেবালয় ভট্টাচার্য। 'মন্টু পাইলট' থেকে 'ইন্দুবালা ভাতের হোটেল', 'চরিত্রহীন', 'দুপুর ঠাকুরপো'র মতো অনে গল্পই তিনি উপহার দিয়েছেন দর্শকদের ৷ সিরিজের পাশাপাশি বাংলা ছবি পরিচালনা এবং চিত্রনাট্য ও সংলাপ রচনাতেও তিনি সফল। এবার আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'বোকা বাক্সতে বন্দি'। একটি মেগা সিরিয়াল নির্মাণের রোজনামচা এই সিরিজের প্লট। রয়েছে সিরিয়ালের নায়িকার জীবনের নানাদিক। সিরিজে অপালার আসল স্বামী আর সিরিয়ালের স্বামীর সঙ্গে সম্পর্কের রসায়ন এই সিরিজের মূল উপজীব্য। মূলত, সাইকোলজিক্যাল থ্রিলার এই 'বোকা বাক্সতে বন্দি'। যেখানে রহস্য আর প্রেম মিলেমিশে একাকার। ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় তিনি বলেন, "আমি থ্রিলার পড়তে এবং দেখতে অত ভালোবাসি না। তবে, ছোটবেলায় রহস্য গল্প পড়তাম। এখন, থ্রিলার বানাতে ভালোবাসি।"
দেবালয়কে অভিনয়েও দেখা গিয়েছে কয়েকবার। এই প্রসঙ্গে দেবালয় বলেন, "অভিনয়টা খুব খারাপ করি আমি। যাঁরা এটা দক্ষতার সঙ্গে করে চলেছেন তাঁদের আমি স্যালুট জানাই। খুব কঠিন একটা কাজ ।" উল্লেখ্য আগামী 21 জুন হইচইতে আসছে 'বোকা বাক্সতে বন্দী'। মুখ্য চরিত্রে দেখা যাবে শোলাঙ্কি রায়কে ৷