পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রবি-সকালে পুকুরে ডুব, সাঁতার শেখার বার্তা সুভাষের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 2:52 PM IST

জমে উঠেছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোটযুদ্ধ ৷ রবিবার বাড়ির কাছে একটি পুকুরে সাঁতার কাটতে দেখা গেল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারকে ৷ তাঁর উদ্দেশ্য, সাঁতার নিয়ে অভিভাবকদের বার্তা দেওয়া ৷ তাঁরা যেন সন্তানদের অবশ্যই সাঁতার শেখান ৷ কারণ সাঁতার জানলে অনেক বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷

সুভাষ বলেন, "নির্বাচন গণতন্ত্রের উৎসব ৷ এই উৎসবে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের কথা বলবে। পাশাপাশি সমাজের জন্য কিছু বার্তাও দেওয়া উচিত ৷ বর্তমান সময়ে প্রত্যেক অভিভাবকেরই উচিত সন্তানকে সাঁতার শেখানো ৷ নদী পারাপার থেকে আকাশ পথে যাতায়াতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে ৷ আর সেই ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে সকলেরই সাঁতার শিখে রাখা উচিত ৷" 2019 সালে এই কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন ডাঃ সুভাষ সরকার ৷ এখান থেকে জয়ী হয়ে তিনি নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন ৷ এই কেন্দ্রে ষষ্ঠ দফায়, 20 মে ভোট ৷

ABOUT THE AUTHOR

...view details