পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোলিয়ারিতে তাজ হোটেল ! না দেখলেই মিস - DURGA PUJA PARIKRAMA 2024

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 7:31 PM IST

কয়লা অঞ্চলের জনপ্রিয় পুজো মানেই ধেমোমেন কোলিয়ারির পুজো । ইসিএল কর্মীদের দ্বারা পরিচালিত 53 বছরের এই পুজোয় এ বছরের থিম মুম্বইয়ের তাজ হোটেল । অবিকল তাজ হোটেলের রেপ্লিকা যেন উঠে এসেছে ধেমোমেন কোলিয়ারির মাঠে । 30 লক্ষ টাকা বাজেটের এই পুজো শুরু থেকেই দর্শনার্থীদের ভিড়ে গমগম করছে ৷

এই পুজো মূলত ইসিএলের ধেমোমেন কোলিয়ারির খনির কর্মীদের অনুদানে আয়োজিত হয় । এখানকার প্রতিমা প্রতিবারই সিনারির সঙ্গে থাকে ৷ এবারও তাই করা হয়েছে । পুজো মাঠ জুড়ে রয়েছে চন্দননগরের অপরূপ আলোকসজ্জা । ইসিএলের ডাইরেক্টর টেকনিক্যাল নীলাদ্রি রায় জানান, অপূর্ব সুন্দর মণ্ডপ । কোলিয়ারি অঞ্চলে যে কয়েকটি পুজো হয়, তার মধ্যে নজরকাড়া ধেমোমেন কোলিয়ারির পুজো ।

ABOUT THE AUTHOR

...view details