পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, বৃহন্নলাদের মিছিল - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 8:14 PM IST

আরজি করের ঘটনায় বিরুদ্ধে এবার রাস্তায় নামলেন বৃহন্নলারা ৷ প্রায় 3 কিলোমিটার পথ হেঁটে প্রতিবাদ মিছিল করলেন খড়গপুরের বৃহন্নলারা । বৃহস্পতিবার দুপুর নাগাদ খড়গপুর শহরের খরিদা থেকে মালঞ্চা অতুলমনী বিদ্যালয় পর্যন্ত প্রায় 3 কিমি হেঁটে প্রতিবাদ মিছিল করেন এদিন তাঁরা । মিছিল থেকে এই ঘটনার ন্যায়বিচার ও দোষীদের শাস্তির দাবি তোলার পাশাপাশি দোষীরা শাস্তি না পেলে এবং সুবিচার না হলে তাদের যে আন্দোলন তা চলতে থাকবে তারও স্লোগান দেন । তাঁদের মিছিল থেকে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় ৷  

এদিন তাঁরা বলেন, "আমাদের ছোট বোন ডাক্তারকে নৃশংসভাবে মারা হয়েছে । এই বোন ডাক্তার হলে বহু মানুষের উপকার করত। চিকিৎসা করে সারিয়ে তুলত মারণ ব্যাধি । কিন্তু কয়েকজন দুষ্কৃতীর জন্য অকালে তাকে প্রাণ দিতে হল। তাই যতদিন না তার বিচার হবে এবং তাদের দোষীরা শাস্তি পাবে ততদিন আমাদের আন্দোলন চলবে এই রাজ্যজুড়ে ।"

ABOUT THE AUTHOR

...view details