হায়দরাবাদ, 24 অগস্ট:অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Zomato বন্ধ করে দিল তাদের 'লিজেন্ডস' পরিষেবা ৷ মাত্র দু'বছর আগে এই পরিষেবা চালু করেছিল জোম্যাটো ৷ এই পরিষেবার মাধ্যমে ভারতের বিভিন্ন শহরের নামীদামি খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হত ৷ চলতি বছরের শুরুর দিকে সাময়িকভাবে এই পরিষেবা বন্ধ রাখা হয় ৷ কিন্তু, শুক্রবার থেকে এই পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা জানান সংস্থার সিইও দীপিন্দর গোয়েল ৷
'লিজেন্ডস' পরিষেবা কী ?
এই পরিষেবার মাধ্যমে দেশের বিভিন্ন শহরের নামীদামি খাবার এক শহর থেকে অন্য শহরে 24 ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হত ৷ এ ৷ Zomato 'লিজেন্ডস' পরিষেবাকে সফল করার চেষ্টা অনেক দিন থেকে করছিল ৷ কিন্তু গ্রাহকদের চাহিদা মেটাতে না-পারার কারণে এই পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ Zomato 2021 সালে Legends পরিষেবা চালু করেছিল, যার লক্ষ্য ছিল সারা দেশের গ্রাহকদের কাছে স্থানীয় খাবারের পাশাপাশি অন্য শহরের ভালো খাবারও 24 ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া ৷