পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

ফিরে দেখা 2024, যে সমস্ত বৈদ্যুতিক গাড়ির রমরমা বাজার - YEARENDER 2024

2024 সালে ভারতে গাড়ি শিল্পে যুগান্তকারী পরিবর্তন এসেছে ৷ চলতি বছরে লঞ্চ করেছে একাধিক বৈদ্যুতিক গাড়ি ৷ যেগুলির মাইলেজ 400 কিলোমিটারেরও বেশি ৷

electric cars launched in india
2024 সালে ইলেকট্রিক গাড়ি চালু হয়েছে (ছবি Mahindra, Tata, Kia)

By ETV Bharat Tech Team

Published : 6 hours ago

হায়দরাবাদ:শেষ হতে চলেছে 2024 ৷ এই বছরটি অটোমোবাইল শিল্পের জন্য এক প্রকার স্মরণীয় ৷ চলতি বছরে ভারতের বাজারে এসেছে একাধিক বৈদ্যুতিক গাড়ি ৷ সেই সঙ্গে 2024 সালে বৈদ্যুতিক গাড়ির বিক্রয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে ৷ প্রতিবেদনে সেই সমস্ত সেইসমস্ত ইলেকট্রিক গাড়িগুলির কথা উল্লেখ করা হয়েছে যেগুলি 400 কিলোমিটারেরও বেশি মাইলেজের সুবিধা রয়েছে ৷

ভারতে প্রথম লঞ্চ করবে Honda Elevate BEV

Mahindra XEV 9e

Mahindra XEV 9e (ছবি Mahindra & Mahindra)

দেশীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা মাহিন্দ্রা নভেম্বর মাসেই একটি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে । যেটিতে রয়েছে 59kWh এবং 79kWh এর দু’টি ব্যাটারি প্যাক ৷ বড় ব্যাটারি প্যাক 656 কিলোমিটার এবং ছোট ব্যাটারি প্যাক 542 কিলোমিটার মাইলেজ দেয়। এই গাড়ির দাম শুরু হচ্ছে 21.90 লক্ষ টাকা। সেইসঙ্গে মাহিন্দ্রা নতুন XEV 9e তে রয়েছে দুর্দান্ত ফিচার ।

Mahindra BE 6e

Mahindra BE 6 (ছবি Mahindra & Mahindra)

XEV 9e-এর পাশাপাশি কোম্পানি একটি ইলেকট্রিক SUV ভারতীয় বাজারে লঞ্চ করেছে । কোম্পানি এটিতে 59kWh এর একটিমাত্র ব্যাটারি প্যাক রয়েছে ৷ একবার সম্পূর্ণ চার্জ দিলে 556 কিলোমিটার পর্যন্ত যেতে পারে । Mahindra নতুন লঞ্চ করা BE 6e দাম শুরু হচ্ছে 18.90 লক্ষ টাকা (এক্স-শোরুম)। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এবং একাধিক আধুনিক ফিচার রয়েছে এই গাড়িতে ৷

Tata Curvv EV

Tata Curvv (ছবি Tata Motors)

দেশীয় গাড়ি নির্মাতা Tata Motors চলতি বছরের অগস্টে ভারতীয় বাজারে বৈদ্যুতিক SUV কুপ লঞ্চ করেছিল । কোম্পানি এই বৈদ্যুতিক গাড়িতে 45kWh এবং 55kWh এর দু’টি ব্যাটারি প্যাক দিয়েছে ৷ যদিও এই গাড়িটি প্রথম ব্যাটারি প্যাক 502 কিলোমিটার এবং দ্বিতীয় ব্যাটারি প্যাক 585 কিলোমিটার মাইলেজের সুবিধা দেয় ৷ Tata Curvv EV দাম 17.49 - 21.99 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Tata Punch EV

Tata Punch EV (ছবি Tata Motors)

চলতি বছরের শুরুতেই ভারতের বাজারে Tata Punch EV লঞ্চ করেছিল সংস্থাটি । এই ইলেকট্রিক SUV-র দাম 9.99 লক্ষ থেকে 14.29 লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম)। টাটার এই এসইউভিতে 25kWh এবং 35kWh-এর দুটি ব্যাটারি প্যাক রয়েছে ৷ যদিও এর ছোট ব্যাটারি এই গাড়িটিকে 315 কিলোমিটার রেঞ্জ দেয়, বড় ব্যাটারি 421 কিলোমিটারের মাইলেজের দিতে পারে ৷

Kia EV9 GT-Line

Kia EV9 GT-Line (ছবি Kia India)

কোরিয়ান গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি 2024 সালের অক্টোবরে ভারতীয় বাজারে পারফরম্যান্স ইলেকট্রিক SUV লঞ্চ করেছে। কোম্পানি 99.8 kWh এর ব্যাটারি প্যাকের ইলেকট্রিক SUV বাজারে লঞ্চ করেছে । এই গাড়িটি ARAI সার্টিফাইড এবং 561 কিমি মাইলেজ রয়েছে । সবথেকে উল্লেখযোগ্য হল এর মোটরের পাওয়ার আউটপুট, যা 379bhp শক্তি এবং 700nm টর্ক উৎপন্ন করতে পারে । এই গাড়িটির দাম 1.30 কোটি (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে ৷

Mercedes-Benz EQS

Mercedes-Benz EQS (ছবি Mercedes-Benz India)

জার্মান গাড়ি নির্মাতা 2024 সালের সেপ্টেম্বরে ভারতীয় বাজারে তার বৈদ্যুতিক সেডান EQS লঞ্চ করেছিল ।1.62 কোটি টাকায় (এক্স-শোরুম) বিক্রি শুরু হয়েছে সেডান মডেলটি । সেডানে AWD-এর জন্য দুটি বৈদ্যুতিক মোটর রয়েছে ৷ যেগুলো একটি 107.8 kWh ব্যাটারির সঙ্গে যুক্ত। এই বৈদ্যুতিক গাড়িটি সর্বোচ্চ 857 কিলোমিটার পর্যন্ত মাইলেজ প্রদান করতে পারে। এর বৈদ্যুতিক মোটর 516bhp শক্তি এবং 855nm টর্ক উৎপন্ন করতে সক্ষম ৷

Volvo EX40

Volvo EX40 (ছবি Volvo)

চলতি বছররে অক্টোবর মাসে ভারতীয় বাজারে Volvo বৈদ্যুতিক SUV XC40 লঞ্চ করেছিল ৷ কিন্তু সম্প্রতি কোম্পানি নাম পরিবর্তন করে EX40 করেছে। এই গাড়িটি বিক্রি হচ্ছে 56.10 লক্ষ টাকায় (এক্স-শোরুম)। এই গাড়িতে রয়েছে 69kWh ব্যাটারি প্যাক ৷ যা এটিকে 475 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় একবার সম্পূর্ণ চার্জে । এই SUV RWD কনফিগারেশনের সুবিধা রয়েছে ৷ এই মডেলটির ব্যাক সাইডে একটি বৈদ্যুতিক মোটর ইনস্টল করা হয়েছে ৷ যেটি 238bhp শক্তি এবং 420nm টর্ক উৎপন্ন করতে পারে ৷

BMW i5

BMW i5 (ছবি BMW India)

বিলাসবহুল গাড়ি নির্মাতা BMW-ও এই বছরেই বাজারে এনেছে বৈদ্যুতিক সেডান BMW i5 ৷ ভারতীয় বাজারে 2024 সালের এপ্রিলে লঞ্চ করেছে ইলেট্রিক সেডানটি । কোম্পানিটি গাড়িটির আপাতত 1.20 কোটি টাকায় (এক্স-শোরুম) বিক্রি করছে। এই গাড়িটি শুধুমাত্র একটি ভেরিয়েন্ট i5 M60 xDrive-এ পাওয়া যাচ্ছে ৷ এটি-তে 83.9 kWh-এর ব্যাটারি প্যাক রয়েছে ৷ ব্যাটারি সর্বোচ্চ 516 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। গাড়িটি-তে AWD সেটআপের সুবিধা রয়েছে ৷ সামনে এবং পিছনের অ্যাক্সেলের প্রতিটিতে একটি করে মোটর রয়েছে ৷ সেগুলি 601bhp শক্তি এবং 795nm টর্ক পাওয়ার উৎপন্ন করে ৷

MINI Countryman Electric

MINI Countryman Electric (ছবি MINI India)

এই বছরের জুলাই মাসেই ভারতীয় বাজারে MINI Countryman Electricলঞ্চ করেছে। এটি ছোট হ্যাচব্যাক ৷ প্রাথমিকভাবে কোম্পানি একটি ভেরিয়েন্টে বাজারজাত করেছে ৷ কান্ট্রিম্যান বৈদ্যুতিক গাড়ি হলেও, এটি FWD সেটআপের সুবিধা রয়েছে । এর বৈদ্যুতিক মোটর 201bhp শক্তি এবং 250nm টর্ক প্রদান করতে পারে । এটিতে 66.45 kWh এর একটি ব্যাটারি প্যাক রয়েছে ৷ একবার চার্জ দিলে 462 কিলোমিটার পর্যন্ত যেতে পারে ৷

BYD eMax 7

BYD eMax 7 (ছবি BYD India)

চিনা গাড়ি কোম্পানি BYD ভারতের বাজারে তার অনেক বৈদ্যুতিক পণ্য বিক্রি করছে। 2024 সালের অক্টোবরে, কোম্পানিটি ভারতে তার BYD eMAX 7 চালু করেছে। এতে 55.4 kWh এবং 71.8 kWh-এর দু’টি ব্যাটারি রয়েছে । 55.4 kWh-এর ছোট ব্যাটারি 420 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় ৷ 71.8 kWh-এর বড় ব্যাটারি 530 কিলোমিটার মাইলেজ দেয় ৷ BYD ভারতীয় বাজারে এক দাম 26.90 লক্ষ থেকে 29.90 লক্ষ টাকা এক্স-শোরুম) ৷

ক্রিসমাসের উপহার! শীঘ্রই আসছে প্রিমিয়াম সেডান Toyota Camry

ABOUT THE AUTHOR

...view details