হায়দরাবাদ:আবারও হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ৷ ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখতে ইতিমধ্যেই একাধিক নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ ৷ মেটা-মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপে আরও একটি পরীক্ষামূলক নতুন ফিচার অ্যাড করেছে ৷ যার সাহায্যে ব্যবহারকারীরা কোনও গ্রুপের অযাচিত নোটিফিকেশনের বন্ধ থাকলেও ইচ্ছা মতো মেসেজের উত্তর দিতে পারবেন ৷ বলা যায়, এবার থেকে আরও সহজে গ্রুপ চ্যাট নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা যাবে । গ্রুপ চ্যাট মিউট করার পাশাপাশি এছাড়াও এই চ্যাটগুলিকে পাশাপাশি 'হাইলাইটস' করা যাবে ৷ মিউট অপশনের নীচে রয়েছে এই 'হাইলাইট' অপশন ৷
বর্তমানে শুধুমাত্র Android বিটা ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন ৷ নতুন 'হাইলাইটস' অপশনে গ্রুপচ্যাট নোটিফিকেশন মিউট থাকলেও, কোনও নির্দিষ্ট চ্যাটকে 'হাইলাইট' করলে ব্যবহারকারীরা সংশ্লিষ্ট চ্যাটের উত্তর দিতে পারবেন ৷ আপাতত নতুন এই ফিচার হোয়াটসঅ্যাপ বিটা (সংস্করণ 2.24.24.10) আপডেটে পাওয়া যাবে ৷ এবার গ্রুপ চ্যাটের বিরক্তিকর নোটিফিকেশনের থেকে এক প্রকার রেহাই পাবেন ৷ সেইসঙ্গে নতুন হাইলাইটস ফিচারের ফলে গ্রুপ চ্যাটগুলির ব্যবহার আরও সহজ হবে ৷