হায়দরাবাদ, 27 জুন:এই বছরই বেশ কিছু স্মার্টফোন ও আইফোনে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ ৷ যার মধ্যে আছে স্যামসাং থেকে শুরু করে আইফোন, লেনোভো, সোনি এ্রসপেরিয়া সিরিজ, এলজি, হুয়াউ কোম্পানির মোবাইল ৷
মেসেজ সার্ভিস পরিষেবাগুলির মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ ৷ বিশ্বের বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করেন এই মেসেজ সার্ভিস অ্যাপটি ৷ বর্তমানে মেটার এই অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা 2 বিলিয়ন ৷ প্রতিনিয়ত আপডেট আনছে হোয়াটসঅ্যাপে ৷ নতুন আপডেট ভার্সনটি বেশ কিছু ডিভাইসে সাপোর্ট করবে না ৷ যে সমস্ত স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ভর্সন 5.0 এবং আইফোন আইওএস 12 সফটওয়্যার ব্যবহারকারীরা হোয়াটঅ্যাপের আপডেট ভার্সনটি ব্যবহার করতে পারেবেন না ৷ মেটার পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার দিকটি সুনিশ্চত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ ব্যবহারকারীদের নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপস করে না মেটা ৷
ইতিমধ্যেই 35টি স্মার্টফোনে নিষিদ্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ ৷ শুধুমাত্র অ্যান্ড্রয়েড নয়, বেশ কিছু আই ফোনেও বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ ৷ যার মধ্যে আছে রয়েছে...
স্যামসং গ্যালাক্সি এসিই প্লাস (Samsung Galaxy Ace Plus)
স্যামসং গ্যালাক্সি কোর (Samsung Galaxy Core)
স্যামসং গ্যালাক্সি এক্সপ্রেস 2 (Samsung Galaxy Express 2)
স্যামসং গ্যালাক্সি গ্র্যান্ড (Samsung Galaxy Grand)
স্যামসং গ্যালাক্সি নোট 3 (Samsung Galaxy Note 3)
স্যামসং গ্যালাক্সি এস 3 মিনি (Samsung Galaxy S3 Mini)
স্যামসং গ্যালাক্সি এস 4 অ্যাক্টিভ (Samsung Galaxy S4 Active)
স্যামসং গ্যালাক্সি এস 4 মিনি (Samsung Galaxy S4 Mini)
স্যামসং গ্যালাক্সি এস 4 জুম (Samsung Galaxy S4 Zoom)
মটোরোলা মোটো জি (Motorola Moto G)
মটোরোলা মোটো এক্স (Motorola Moto X)
অ্যাপেলের আইফোন 5 (Apple iPhone 5)
আইফোন 6 (Apple iPhone 6)
আইফোন 6s (Apple iPhone 6s)
আইফোন 6s প্লাস (Apple iPhone 6s Plus)