পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

অন্য অ্যাপ নয়, হোয়াটসঅ্যাপে বিল পেমেন্টের সুবিধা - WHATSAPP PAY

ব্যবহারকারীদের জন্য আবারও নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ ৷ এবার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় বিল মেটানো যাবে ৷

Make Bill Payments in India
হোয়াটসঅ্যাপ পে সার্ভিসের (ছবি WhatsApp)

By ETV Bharat Tech Team

Published : Feb 8, 2025, 11:24 AM IST

হায়দরাবাদ:আরও একটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ ৷ একটি অ্যাপের মাধ্যমে এবার পেমেন্টস করা যাবে ৷ এই ফিচার আনার কাজ শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ ৷ এই ফিচার চালু হলে যেকোনও বিলপেমেন্টস করা যাবে হোয়াটসঅ্যাপের সাহায্যে ৷ তবে কবে থেকে এই ফিচার ব্যবহারের সুবিধা পাওয়া যাবে তা নিয়ে কিছু জানানো হয়নি মেসেজিং অ্যাপটির তরফে ৷

সাবধান! হোয়াটঅ্যাপে স্পাইওয়্যার হামালার সতর্কতা 24টি দেশে

2020 সাল থেকে হোয়াটসঅ্যাপ তাদের প্ল্যাটফর্মে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পরিষেবা চালু করেছে । প্রথম দিকে এটি একটি সীমিত পরিষেবা ছিল, সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) হোয়াটসঅ্যাপ থেকে UPI-এর অনবোর্ডিং সীমা সরিয়ে দিয়েছে ।

হোয়াটসঅ্যাপে বিল পেমেন্ট ফিচার

অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপ নতুন ফিচারে কাজ শুরু করছে ৷ এই ফিচারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে সহজে বিল পেমেন্ট করতে পারবেন । এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে 2.25.3.15-এ পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে । এর মাধ্যমে জানা গিয়েছে, মেটার মেসেজিং অ্যাপটি তাদের আর্থিক পরিষেবা সম্প্রসারণের জন্য চেষ্টা করছে ।

ট্রাইয়ের নির্দেশিকা, একধাক্কায় প্রায় 200 টাকা সস্তা মোবাইল রিচার্জ প্যাক

মিডিয়া রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে এই নতুন বৈশিষ্ট্যটি আসার পর, ব্যবহারকারীরা বিল পরিশোধের সুবিধা পাবেন ৷ যার মধ্যে বিদ্যুৎ বিল, মোবাইল প্রিপেইড রিচার্জ, মোবাইল পোস্টপেইড বিল, জল বিল, ভাড়া, ক্রেডিট কার্ড বিল, গ্যাস বিল এবং এছাড়াও অন্যান্য বিল পরিশোধের সুবিধা থাকবে । হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হলে বিল পরিশোধের জন্য ব্যবহারকারীদের অন্য কোনও অ্যাপ ব্যবহার করতে হবে না । পাশপাশি অন্যান্য পেমেন্টস অ্যাপের মতো হোয়াটসঅ্যাপ প্রতিটি বিলের জন্য ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে রিমাইন্ডার পাঠাবে ।

অন্যান্য পেমেন্ট অ্যাপগুলি কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে

বর্তমানে, মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের নতুন বৈশিষ্ট্যটির বিটা সংস্করণ প্রকাশ করেছে ৷ তবে কোম্পানিটি কখন এই নতুন বৈশিষ্ট্যটির স্থিতিশীল আপডেট প্রকাশ করবে সে সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে, ভারতে এই আপডেটটি প্রকাশের আগে, কোম্পানিটি বিটা সংস্করণ প্রকাশ করেছে ৷ বর্তমানে, ভারতে বিল পেমেন্ট করার জন্য Paytm, PhonePe, Amazon Pay, Google Pay এবং Cred এর মতো একাধিক বিকল্প অ্যাপ রয়েছে ৷ তবে WhatsApp-এ বিল পেমেন্ট ফিচার চালু হওয়ার পর, এই অ্যাপগুলি কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে বলে মনে করছে টেক স্যাভিরা ।

ইন্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপেও যোগ করা যাবে মিউজিক নোট

ABOUT THE AUTHOR

...view details