হায়দরাবাদ:প্রতিদিনের স্মার্টফোনের খরচ মাত্র 8 টাকারও কম ৷ Vodafone-Idea চালু করেছে নতুন প্রিপেড 209 টাকার একটি প্রিপেইড প্ল্যান ৷ যদিও, Vodafone এবং Idea-র গ্রাহকদরে কাছে ইতিমধ্যেই 199 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে ৷ এখন মাত্র 10 টাকা দামের একটি প্ল্যান চালু হয়েছে । এবার জেনে নেওয়া যাক সাশ্রয়ী প্ল্যানে কি সুবিধা রয়েছে ৷ প্রতিদিনের খরচ 8 টাকারও কম ৷
ভোডাফোন-আইডিয়ার নতুন প্ল্যান
Vodafone-Idea-এর এক যোগে 209 টাকার একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে ৷ যেখানে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পান। এছাড়াও এই প্ল্যানে মোট 2GB ইন্টারনেট ডেটা প্যাক থাকে ৷ সেইসঙ্গে 300টি SMS পাওয়া যায় । এই প্রিপেড রিচার্জ প্ল্যানের বৈধতা 28 দিন ।
পাশাপাশি Vodafone-Idea-র 199 টাকার প্ল্যান রয়েছে, যেখানে ব্যবহারকারীরা 28 দিনের বৈধতা ও আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা রয়েছে ৷ আগের মতোই 2 জিবি ডেটা এবং মোট 300টি SMS পাবেন ৷ এবার নিশ্চয়ই ভাবছেন যে 199 টাকা এবং 209 টাকার প্ল্যানের মধ্যে পার্থক্য কী। এই দুটি প্ল্যানের ব্য়বহারকীরা সীমাহীন কলার টিউন-এর সুবিধা পাবেন।