পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

নতুন প্রিপেইড প্ল্যান, প্রতিদিনের খরচ 8 টাকারও কম - VODAFONE IDEA NEW PREPAID PLAN

গ্রাহকদের কথা ভেবে Vodafone-Idea লঞ্চ করেছে একটি নতুন প্ল্যান ৷ যাতে ব্যবহারকারীরা প্রতিদিন 8 টাকার কম খরচেও বিশেষ সুবিধা পান ৷

VODAFONE IDEA
Vodafone-Idea একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে (ছবি Vi)

By ETV Bharat Tech Team

Published : Jan 14, 2025, 5:03 PM IST

হায়দরাবাদ:প্রতিদিনের স্মার্টফোনের খরচ মাত্র 8 টাকারও কম ৷ Vodafone-Idea চালু করেছে নতুন প্রিপেড 209 টাকার একটি প্রিপেইড প্ল্যান ৷ যদিও, Vodafone এবং Idea-র গ্রাহকদরে কাছে ইতিমধ্যেই 199 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে ৷ এখন মাত্র 10 টাকা দামের একটি প্ল্যান চালু হয়েছে । এবার জেনে নেওয়া যাক সাশ্রয়ী প্ল্যানে কি সুবিধা রয়েছে ৷ প্রতিদিনের খরচ 8 টাকারও কম ৷

ভোডাফোন-আইডিয়ার নতুন প্ল্যান

Vodafone-Idea-এর এক যোগে 209 টাকার একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে ৷ যেখানে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পান। এছাড়াও এই প্ল্যানে মোট 2GB ইন্টারনেট ডেটা প্যাক থাকে ৷ সেইসঙ্গে 300টি SMS পাওয়া যায় । এই প্রিপেড রিচার্জ প্ল্যানের বৈধতা 28 দিন ।

পাশাপাশি Vodafone-Idea-র 199 টাকার প্ল্যান রয়েছে, যেখানে ব্যবহারকারীরা 28 দিনের বৈধতা ও আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা রয়েছে ৷ আগের মতোই 2 জিবি ডেটা এবং মোট 300টি SMS পাবেন ৷ এবার নিশ্চয়ই ভাবছেন যে 199 টাকা এবং 209 টাকার প্ল্যানের মধ্যে পার্থক্য কী। এই দুটি প্ল্যানের ব্য়বহারকীরা সীমাহীন কলার টিউন-এর সুবিধা পাবেন।

10 টাকায় আনলিমিটেড কলার টিউন

Vi ব্যবহারকারী যারা নিয়মিত কলার টিউন পরিবর্তন করতে পছন্দ করেন তাদের অতিরিক্ত 10 টাকা খরচ করতে হবে এবং 209 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান কিনতে হবে। 209 টাকার এই নতুন প্রিপেইড প্ল্যানের সঙ্গে কোম্পানি উপরে উল্লিখিত সমস্ত সুবিধা এবং আনলিমিটেড কলার টিউনের উপভোগের করতে পারবেন ৷ যা অনেক ব্যবহারকারীর কাছে খুব পছন্দ হয়েছে।

তাই এই পরিস্থিতিতে, যদি আপনি 199 টাকার প্ল্যান কিনতে চান, তবে প্রতিদিন 7.11 টাকা খরচ হবে ৷ এছাড়াও 209 টাকার প্ল্যানে দৈনিক ব্যয় 7.46 টাকা খরচ হবে । সেইসঙ্গে ব্যবহারকারীরা প্রতিদিন মাত্র 35 পয়সা অতিরিক্ত খরচ করে আনলিমিটেড কলার টিউনের সুবিধা পেতে পারেন।

এগুলি ছাড়াও, Vodafone-Idea 218 টাকার একটি প্ল্যান রয়ছে, যেখানে 300টি SMS এবং মোট 3GB ডেটা-সহ আনলিমিটেড ভয়েস কলিং -এর সুবিধা রয়েছে ৷ এই প্ল্যান ব্যবহারকারীরা পুরো এক মাসের বৈধতা পাবেন । অর্থাৎ প্ল্যানের বৈধতা পরের মাসের একই তারিখে শেষ হবে যে তারিখে রিচার্জ করা হয়েছিল।

জিও-র নতুন অফার, দু’বছরের জন্য বিনামূল্যে প্রিমিয়াম মেম্বারশিপ

ABOUT THE AUTHOR

...view details