হায়দরাবাদ: করোনা কালের পর থেকে ডিজিটাল পেমেন্ট আরও বেড়ে গিয়েছে ৷ বিশেষত PhonePe-এর মতো মোবাইল পেমেন্ট অ্যাপ অর্থনৈতিক লেনদেনের পদ্ধতিতে পরিবর্তন এনেছে ৷ ব্যবহারকারীরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে টাকা পাঠাতে ও যেকোনওরকম লেনদেন করা যায় ৷ এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর সময় অবশ্যই বেশ কিছু সতর্কতা অবলম্বন করার উচিত।
অগ্রিম বুকিংয়ে 99 শতাংশ ছাড় স্মার্টফোনে, অর্ডার বাতিলের পরই রোষের মুখে ফ্লিপকার্ট
টাকা পাঠানোর সময় সাবধান হওয়া অত্যন্ত প্রয়োজন: টাকা পাঠানোর আগে একাধকিবার দেখে নেওয়া দরকার যাকে টাকা পাঠাতে চান তাঁর সমস্ত তথ্য ৷ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের তথ্য ভালো ভাবে দেখে লেনদেন করা দরকার । কোনও একটি ক্ষেত্রে কিছু ভুল হলেই সমস্যায় পড়তে হতে পারে ৷
অনলাইন প্রতারণা থেকে সাবধান: সাইবার অপরাধীদের হাত থেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা প্রয়োজন ৷ অপরিচিত নম্বর থেকে ফোন করে কোনও তথ্য জানতে চাইলে তা না দেওয়া ভালো ৷ প্রয়োজনে ফোনের অপর প্রান্তের সংশ্লিষ্ট ব্যক্তির থেকে সব কিছু জেনে নিন ৷
শক্তিশালী পাসওয়ার্ড, পিন ব্যবহার করুন: আপনার PhonePe অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে শক্তিশালী পাসওয়ার্ড এবং পিন ব্যবহার করুন ৷ নুিজের জন্ম তারিখ, মোবাইল নম্বরের মতো পাসওয়ার্ড ব্যবহার করবেন না। এই ধরনের পাসওয়ার্ড সহজেই হ্যাক হতে পারে ৷
অ্যাকাউন্ট মনিটর করুন: নিয়মিতভাবে অর্থনৈতিক লেনদেনর ইতিহাস পরক্ষা করুন ৷ প্রয়োজনে অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করতে হবে। যদি সন্দেহজনক লেনদেনের হদিশ মেলে তবে অবিলম্বে PhonePe-এর গ্রাহক কেন্দ্রে যোগাযোগ করুন।