পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

PhonePe-এ টাকা পাঠানোর সময় সতর্ক থাকুন; মেনে চলুন এই বিষয়গুলি - Safe Mobile Payments - SAFE MOBILE PAYMENTS

Safe Mobile Payments: ছোট ছোট অঙ্কের বিল মেটানোর সময়েও PhonePe থেকে লেনদেন করেন ৷ একটু অসচেতন হলেই হতে পারে মারাত্নক পরিণতি ৷ আপনার একটু অসাবধানতায় খোয়া যেতে পারে সমস্ত টাকা ৷ টাকা পাঠানোর সময় কী কী বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন, চলুন জেনে নেওয়া যাক।

PhonePe
PhonePe-এ টাকা পাঠানোর সময় সতর্ক থাকুন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 12:01 PM IST

হায়দরাবাদ: করোনা কালের পর থেকে ডিজিটাল পেমেন্ট আরও বেড়ে গিয়েছে ৷ বিশেষত PhonePe-এর মতো মোবাইল পেমেন্ট অ্যাপ অর্থনৈতিক লেনদেনের পদ্ধতিতে পরিবর্তন এনেছে ৷ ব্যবহারকারীরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে টাকা পাঠাতে ও যেকোনওরকম লেনদেন করা যায় ৷ এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর সময় অবশ্যই বেশ কিছু সতর্কতা অবলম্বন করার উচিত।

অগ্রিম বুকিংয়ে 99 শতাংশ ছাড় স্মার্টফোনে, অর্ডার বাতিলের পরই রোষের মুখে ফ্লিপকার্ট

টাকা পাঠানোর সময় সাবধান হওয়া অত্যন্ত প্রয়োজন: টাকা পাঠানোর আগে একাধকিবার দেখে নেওয়া দরকার যাকে টাকা পাঠাতে চান তাঁর সমস্ত তথ্য ৷ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের তথ্য ভালো ভাবে দেখে লেনদেন করা দরকার । কোনও একটি ক্ষেত্রে কিছু ভুল হলেই সমস্যায় পড়তে হতে পারে ৷

অনলাইন প্রতারণা থেকে সাবধান: সাইবার অপরাধীদের হাত থেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা প্রয়োজন ৷ অপরিচিত নম্বর থেকে ফোন করে কোনও তথ্য জানতে চাইলে তা না দেওয়া ভালো ৷ প্রয়োজনে ফোনের অপর প্রান্তের সংশ্লিষ্ট ব্যক্তির থেকে সব কিছু জেনে নিন ৷

31 হাজার টাকায় আইফোন 15, কীভাবে-কোথায় বিস্তারিত জানুন

শক্তিশালী পাসওয়ার্ড, পিন ব্যবহার করুন: আপনার PhonePe অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে শক্তিশালী পাসওয়ার্ড এবং পিন ব্যবহার করুন ৷ নুিজের জন্ম তারিখ, মোবাইল নম্বরের মতো পাসওয়ার্ড ব্যবহার করবেন না। এই ধরনের পাসওয়ার্ড সহজেই হ্যাক হতে পারে ৷

অ্যাকাউন্ট মনিটর করুন: নিয়মিতভাবে অর্থনৈতিক লেনদেনর ইতিহাস পরক্ষা করুন ৷ প্রয়োজনে অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করতে হবে। যদি সন্দেহজনক লেনদেনের হদিশ মেলে তবে অবিলম্বে PhonePe-এর গ্রাহক কেন্দ্রে যোগাযোগ করুন।

পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে চলুন: PhonePe-এ অ্যাকাউন্ট নিরাপদ রাখতে টাকা পাঠানোর সময় পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করা এড়িয়ে চলা ভালো ৷ কারণ অনেক সময় এই সমস্ত Wi-Fi ব্য বহারের ফলে মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। নিরাপদ লেনদেনের জন্য মোবাইল ডেটা ব্যবহার করা ভালো।

জলের দরে iPhone 13, শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

PhonePe অ্যাপ আপডেট : PhonePe সিকিউরিটি অটুট রাখতে আপডেট চেক করা প্রয়োজন ৷ তবে তথ্য চুরি হওয়ার কোনও সম্ভাবনা নেই। এছাড়াও, ফোন পে-এর বৈশিষ্ট্যগুলি আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

সংবেদনশীল তথ্য শেয়ার না করা: আপনার PhonePe লগইন তথ্য, UPI পিন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য কোথাও শেয়ার না করা ভালো। অচেনা ইমেল ও ফোন কলের ক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন ৷

ফোন চুরি হলে কী করবেন: আপনার ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, তা অবিলম্বে PhonePe-এর গ্রাহক কেন্দ্রে রিপোর্ট করুন। তাদেরই অ্যাকাউন্ট বন্ধ করার জন্য অনুরোধ করুন।

এই নির্দেশিকাগুলি অনুসরণ করে, আপনি PhonePe অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানোর ঝুঁকি কমাতে পারেন। মনে রাখবেন, মোবাইল পেমেন্ট সুরক্ষিত করার জন্য নিজে সচেতন থাকা অত্যন্ত জরুরী ৷

প্রিপেড গ্রাহকদের জিও-র 3টি সস্তার রিচার্জ প্ল্যান

ABOUT THE AUTHOR

...view details