পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

হোয়াটসঅ্যাপে নীল রঙের সার্কেল, সঠিক ব্যবহারে মুশকিল আসান - HOW TO CHAT WITH META AI

হোয়াটসঅ্যাপের চ্যাট বক্স খুললেই মেটা AI সামনে আসে ৷ এটি সঠিক ব্যবহার জানলে চ্যাট করা আরও সহজ ৷

how to use meta ai
Meta AI (ছবি Meta AI)

By ETV Bharat Tech Team

Published : Dec 27, 2024, 3:41 PM IST

হায়দরাবাদ:হোয়াটসঅ্যাপের চ্যাটলিস্ট খুললেই এক কোনে দেখা যায় মেটা AI ৷ জানেন কি এই কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার জানলে চ্যাট করা আরও সহজ হয়ে যায় ৷ মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট, মেটা এআই-এর সঙ্গে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীর কথোপকথন আরও উন্নত করতে চলেছে ৷ এই কথোপকথনকে আরও স্মার্ট এবং আরও দক্ষ করে তুলতে এটি ভারত এবং অন্যান্য দেশে চালু করা হয়েছে । মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের AI Llama 3.2 মডেল ব্যবহার করা হয় ।

জানুয়ারিতে ভারতের বাজারে আসছে শাওমির নোটপ্যাড

ব্যবহারকারীরা যেকোনও প্রশ্নের উত্তর দিতে, পাঠ্য বিষয়বস্তু তৈরি করতে, পাঠ্য প্রম্পট থেকে ছবি তৈরি করতে এটি ব্যবহার করেন ৷ কখনও কখনও কোনও বিষয়বস্তুর সারসংক্ষেপ তৈরি এবং সেটির অনুবাদে ভরসা মেটা । বর্তমানে, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং সিঙ্গাপুরের মতো দেশে ব্যবহার হয় মেটার এই ভার্সনটি । আগামিদিনে বিশ্বব্যপী এটির ব্যবহারের পরিকল্পনা রয়েছে ৷ এবার জেনে নেওয়া যাক কীভাবে ব্য়বহার করবেন মেটা AI ৷

মেটা AI কিভাবে ব্যবহার করবেন:ব্যক্তিগত চ্যাটে মেটা এআই-এর সঙ্গে কীভাবে ব্যবহার করবেন সেটি এখানে উল্লেখ করা হল ৷

  • Android বা iOS ডিভাইসে WhatsApp খুলতে হবে প্রথমে
  • এর পর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মেটা AI আইকনটি মেইন স্ক্রিনে 'নতুন চ্যাট' বোতামের ঠিক উপরে দেখা যায় এবং iOS ব্যবহারকারীদের জন্য, আইকনটি ইনবক্সের মধ্যে স্ক্রিনের ডানদিকে নীচের থাকে
  • এরপর একটি চ্যাট উইন্ডো খুলতে মেটা AI আইকনে ক্লিক করতে হবে , এই চ্যাট উইন্ডো ব্যবহারের জন্য AI এর সঙ্গে কথা বলা যাবে
  • একবার চ্যাটবক্স খোলা হলে, প্রশ্ন টাইপ বা প্রম্পট করতে পারবেন ব্যবহারকারীরা , মেটা এআই সব প্রশ্নের উত্তর দেবে
  • একটি ইমেজ জেনারেট করতে, টাইপ করুন 'imagine' এর পরে আপনি যে ইমেজটি চান সেটির বর্ণনা দিলেই মেটা সেটি তৈর করতে পারবে
  • কিছুক্ষণের মধ্যে, Meta AI ব্যবহারকারীর বর্ণনার উপর ভিত্তি করে একটি ছবি তৈরি করতে পারবে । এই বৈশিষ্ট্যটি বিশেষভাবে সৃজনশীল ধারণা ও কল্পনার ভিত্তিতে তৈরি হয় ৷ সেই সঙ্গে যেকোনও গ্রাফিক্স তৈরি করা যায় ৷
  • মেটা AI কোনও রাজনৈতিক ব্য়ক্তিত্বের ছবি বা তথ্য দেবে না

ফিরে দেখা 2024, এক ঝলকে যে সমস্ত ICE স্কুটার-বাইক লঞ্চ করেছে

ABOUT THE AUTHOR

...view details